সেই নদীটা কখনও কোন সাগরে মেশেনি।
আমি নীল আকাশে চাঁদ দেখেছি,তবু
জোনাকি হয়ে প্রদীপ জ্বালিনি।
কতদিন!
কতদিন বেহিসেবে সময় ভুলে
হেঁটে গেছি চন্দ্রালোকিত মধ্যপ্রহরে!
একে একে নিভে গেছে ল্যাম্পপেস্টের বাতিগুলো;
কালের আবর্তে।
প্রতিনিয়তই হেঁটে চলেছি
নিজের ছায়ার সাথে,তবু
একটিবারের জন্যও সে ছায়াকে মাড়াইনি।
ঝিঁ ঝিঁ পোকা ডাকা গভীর রাতে
অট্টহাসিতে মেতে ওঠা মাংসখেকো জানোয়ারের সাথে
উল্লাসে মেতেছি আমিও;
ধর্ষিতার কান্নাকে ভ্রম ভেবে
নিজেকে বধির প্রতীয়মান করে
উপভোগ করেছি নরকের উল্লাস!
চোখের সামনে হাজারো মিথ্যের পর্দা বুনে
অবিরাম আউড়ে চলেছি সত্যের খিস্তিখেউড়!
তাকিয়ে দেখিনি একটিবারও-
অবিরাম সে খিস্তিখেউড়
মিথ্যের দেয়ালে আঘাত খেয়ে
হাস্যকরভাবে বারবার ফিরে এসেছে
আমারই কাছে;অথচ-
কী নিরাসক্ত,কী নিশ্চিন্ত ভঙ্গি আমার!
জীবন নামে আমার একটা নদী ছিল।
সেই নদীটা কখনও কোন সাগরে মেশেনি।
আমি জেনেছি-
প্রতিটা বাঁকেই সে পথ হারিয়েছিল...........
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৮ রাত ১১:৪৭