আমাদের চেয়ারম্যান ম্যাম-জানি না কেন,কোন অনুষ্ঠানের জন্য যদি ছেলেমেয়েরা ডিপার্টমেন্ট থেইকা টাকা-টুকা চাইতে যায়,সাথে সাথে ওনার অ্যালার্জি শুরু হইয়া যায় মানে গা চুলকুনি আর কি!
কিছুতেই এট্টা পয়সাও দিতে চান না
কিছুদিন আগে আমাদের এক ফুটবল টুর্নামেন্ট হইল।অনেক ঘ্যানঘ্যান কইরা,আঠার মতন লাইগা থাইকা আমগো পিলিয়াররা জার্সির ট্যাকা আদায় কর্ল।
আমগো ডিপাটমেন্ট চ্যাম্পিয়ন হইল।আমরা লাফঝাঁপও পার্লাম
হের কিসুদিন পর এট্টা কির্কেট টুর্নামেন্ট ছিল বুধোয়।তো পিলিয়াররা অনেক নাচতে নাচতে জার্সির জইন্য টেকা চাইতে গেল।ভাবসিল,একবার জিতসি,এইবার অতো ঘ্যানঘ্যান করা লাগব না।অগো দেইখা ম্যাম চশমার নিচ দিয়া চাইয়া কৈলেন
-কি ব্যাপার তোমাদের?
-ম্যাম,আমাদের ক্রিকেট টুর্নামেন্টের জার্সির জন্য টাকা লাগবে।
-হোয়াট??
ম্যাম ইট্টুর জন্যে চেয়ার থন পড়েন নাই (আমি তো দেকি নাই,হুনচি)
-তোমাদের না কয়দিন আগেই জার্সির জন্য টাকা দিলাম!
-ইয়ে ম্যাম,সেইটা তো ফুটবল জার্সি!
-ওই হল।যাও যাও,ওই দিয়েই কাজ চালায় নাও........
(এর পরের সিন আর আমি কল্পনা কর্তে চাইনা,আপনেরা চাইলে করতারেন
বি.দ্র.-কতাডা আমি হুনচি,যুদিও হুনা কতায় কান দিবার নাই,তয় মজা পাইতে তো আর দুষ নাই,কি কন?