নীলাঞ্জনা নীলা
খুব ইচ্ছে হয় তোমাদের পদ চরণের ধুলো নিতে
খুব ইচ্ছে হয় মা তোমার বুলিতে নিজেকে বিলিয়ে দিতে
খুব ইচ্ছে হয় তাদের মতো হতে
যারা তোমার মুখের বুলির জন্য নিজের রক্ত ঢেলে দিয়েছে
খুব ইচ্ছে হয় মধ্যরাতে মা তোমার রূপ দেখতে
মাগো মা ক্ষমা করে দিও আমায়
তোমার চরণে ফুল দিতে পারিনি বলে
মাগো মা ক্ষমা করে দিও আমায়
আমি আসতে পারিনি বলে এইসব তথাকথিত একদিনের উৎসবে
মাগো মা ক্ষমা করে দিও আমায়
আমি আজো খাঁটি বাঙালি হতে পারিনি বলে
মাগো মা ক্ষমা করে দিও
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯