স্বদেশ মনে আছে,
এগারো শ সাতাশটা খুন হয়েছিল প্রায় একমাস আগে?
ইটভাটার ঝকঝকে নতুন ইটগুলো অঝোরে কেঁদেছিল সেদিন
এমনকরে মানুষ্ পিষে মারা যে ইটেদের ধর্মে নেই।
স্বদেশ ভাগ্যিস তোমার কন্ঠ নেই
দিনভর তোমার করুণ কান্না কে শুনত!
তুমি নীরবেই কাঁদো।
তোমার ঘৃণাবোধ নেই ভাগ্যি আমাদের
এত ঘৃণার বিষে কে বাচত!
হাজার নৃশংস খুনের খুনী আরামে ধোঁয়া ছাড়ে
এতগুলো খুনের বদলা নিতে অপারগ আইন।
স্বদেশ ঘৃণার বিষ ঢালো
বিষাক্ত নীল হয়ে যাক আইন আর আদালত
রাষ্ট্রযন্ত্র আর সংবিধান। স্বদেশ মাথা তোল,
ঘোমটাও লজ্জা মুছতে পারবে না
আমাদের নপুংশতার।
নাগরিক আবেদন
২১/০৫/১৩