ঈদ মানে হাসি, ঈদ মানেখুশিদীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মুসলমানদের খুশির দিন ঈদ। কিন্তু ঈদ মানে যেমন খুশি তেমন কান্না। কেউ প্রিয়জনকে হারাবার,, কেউ বা প্রিয়জনের সাথে ঈদ না কাঠাতে পেরে কারো বা হারিয়েছে মা বাবা এভাবে সূখের সাথে দূঃখ টাকট ও বয়ে আনে ঈদ। এ ছাড়া বড় দূঃখ থাকে যখন সবাই নতুন জামা পড়ে আরিফে আমাদের মত গরিব তাকিয়ে থাকে তখন। আমাদের পরিবার টা বেশ বড় নয়। দুই ভাই, দুই বোন। বাবা দরিদ্র কৃষক। বড় বোনের বিয়ে হয়েছে। ছোট বোন ইন্টার ১ম বর্ষ ফাইনাল দিয়ে এখণন ২য় বর্ষে, ছোট ভাই ক্লাস নাইন আর আমি বি বি এস ১ম বর্ষ। বাবার কাজ আর আমার টিউশোনিতে সংসার খরচচালিয়ে পড়ালেখা চালাতে বড্ড হিমসিম খাচ্ছি। মা বাবা অনেক কষ্ট করে আমাদের জন্য, তাই কষ্ট হলেও না খেয়ে পড়াটা চালিয়ে নিতে চাই। সামনেই ঈদ, চারদিকে কেনাকাটার ধুম। কিন্তু আমাদের জন্য নয়। আমার বয়সে আমাকে মনে একটা নতুন জামা কিনে দিয়েছে। আমরা একটু বড় তাই পরিবারের অবস্থা বুঝি কিন্তু ছোট ভাই টা তো আর বুঝে না। ওর সাথের সবাই কেনাকাটায় ব্যস্ত তাই আজ কয়দিন একটু কান্না ভাব দেখতে পাচ্ছি কিন্তু কি করার যেখানে আজ খেলে কালকের খাবার নাই সেখানে নতুন জামা কই পাই। আসলে প্রতিবারেই আমাদের ঈদ টা এমন কষ্টেই কাঠে। যাক আমি আপনাদের কাছে একটা জিনিস চাইবো,,, পারলে যাকাত ভেবে দিবেন দয়া করে। আমাকে কিছু সাহায্যে করুন আমার ছোট ভাইটার জন্য যেনো তাকে ঈদে কিছু কিনে দিতে পারি। আপনাদের ক্াছে অনুরোধ রইলো। দয়া করবেন আমাকে,,,, আমার বিকাশ নাম্বার ০১৯৫১৮৯৬৬৪৩ আমার ছোট ভাইটার এবং পরিবারের দিকে চেয়ে,,,দয়া করুন
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৩৯