গরিব হওয়াটা কি দোষ বন্ধুরা?আমি এমন
এক পরিবারে জন্ম গ্রহন করেছি যে
সেখানে ছোট থেকেই শুধু অভাব অনোটন
লেগেই আছে। এমন ও দিন গেছে টানা দুই
তিন দিন খেয়ে কেটে গেছে। আমাদের
এলাকার সবাই একটু ভালো প্রজিশনে
তাই তাদের ছেলে মেয়েরা আমাদের
সাথে মিশতো না। কষ্ট পেতাম যখন এ
গুলো বুঝতাম এখনও কষ্ট পাই। আমরাতো
গরিব তাই আমাদের খেলায়ও নেয় না।
যারা আমাদের মত ঐ রকম কয়জনের সাথে
বসে থাকতাম কারন আমাদের তো আর বল
কিনার টাকা নাই। পড়ালেখা করতাম
এখনও করি। এখন দুইটা প্রাইভেট পড়াই আর
কাজ টাজ করে পড়ালেখার খরচ টা
কোনো রকম চলে, কিন্তু আমার যে আরো
দুটি ভাই বোন পড়ে তাদের খরচ কে
চালাবে কারন তারাও উপরের ক্লাসের
বোন inter 1st year final exam দিছে আর
ভাই নবম শ্রেনিতে।আমরা ভাত খেতেই
কষ্ট গয় তার উপর তিনজনের পড়া। তাই
আজ ২৬ মে সিন্ধান্ত নিলাম
পড়ালেখা ছেড়ে দিবো,,, কাজ করবো
ভাই বোনের পড়াটা চালাবো,,,কারন
আমাদের মত গরিব কে সাহায্যে
করবে????আমরা গরিব এটা আমাদের দোষ
না তাই আমাদের ঘৃনা করার আগে একটু
ভেবো আমরাও মানুষ। পরে অন্যে পোষ্ট
করবো কিন্তু প্রথমেই আমারঅবস্থান
বুঝালাম।তবে আমার একটা ভালো বন্ধু
আছে সে যতটুকু পেরেছে সাহায্যে
করেছে,,, এই মোবাইল টা ও তার দেওয়া,
ওরা এখন ঢাকাতে। আল্লাহ ওর ভালো
করুক.।অবশ্যক আজ থেকে ১ ববছর বা ৭
মমাস আগে কেউ একজন আমায় সাহায্যে
করতে চেয়েছে কিন্তু ছোট একটা ভুল এ আর
সাহায্যে করে নাই। আসলে ভাগ্য টাই
খারাপ। তাহলে কি আর গরিব হতাম।
ধন্যবাদ ভাই তোমাকে সে যেই হোক। খুব
কষ্টে আছি আমি এবং আমার পরিবার।
আল্লাহ একটুদোয়া করো আমাদের
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:০৭