এক পরিবারে সদস্য সংখ্যা ৬ জন, দুই ছেলে, দুইমেয়ে আর মা বাবা দুই জন,,,,,বাবা একটু গরিব হলেও সম্মানিত লোক,, তাইছোট খাটো যেমন কৃষি কাজ করতে একটুলজ্জা লাগতো,মা আর কি করবে গৃহীনি,ছোট ছেলে ৮মশ্রেনীতে পরতো, বড়ো ছেলে BBS1st year,, ছোট মেয়ে inter 1st year,, আরবড়ো মেয়ে দুঃখে কষ্টে বিয়ে দিলো, তিনসন্তানের লেখা পড়ার খরচ যোগাতে গিয়ে ঠিকমত ভাত পেতো না,,,, তো তিন সন্তান প্রতিদিননা খেয়ে স্কুলে যেতো, স্কুল থেকেফিরলে ডাল ছাড়া কিছুই জুটতো না,,,, তাই প্রতিদিনছোট ছেলে কান্নাকাটিকরতো,,আর এ দেখে বড়ো ছেলের খুব খারাপলাগতো আর সবার আড়ালে কাদঁতো,, কিন্তুinter পাস নিয়ে তো তাকে চাকরি দিবে না,, আরচাকরির ঘুস কোথায় থেকে দিবে,,, এভাবেচলতে থাকলো, একদিন ছোট ছেলেটা স্কুলথেকে এসে ভাত না থাকায় কাদঁতে লাগলো,অনেক কেদেঁ সে তার মাকে শুধু ভাত দেভাত দে বলে কাদঁতেই থাকলো,, এক সময় তারমা থাকে একটা থাপ্পর দিলো, তখন ্ড়ড়োছেলে কলেজ থেকে এলো এবং দেখেতার মনটা খুব খারাপ হয়ে গেলো,, সেহয়তো না খেয়ে থাকতে পারবে কিন্তু তারছোট ভাইটা,,, এমন সময় মসজিদে আযান দিলোবড়ো ছেলে নামাজ পড়তে গেলে,, নামাজশেষ মুনাজাতে বড়ো ছেলে শুধু একটা কথাইবল্লো হে আল্লাহ তোমার কাছে অনেকটাকা চাই না, শুধু দুইমুটো ভাত ঠিক করে খেতেদিও, আর না হলে আমাদেরতোমার কাছেনিয়ে যাও,, তাদের বাবাখুব অসুস্ত, ঔষুধখাবোনোর মত টাকা নাই তাই কি আর করবে,বড়ো ছেলেটা ঠিক করলো সে লেখাপড়াছেড়ে দিয়ে কোনোরকম দিন মজুরি করেতার পরিবারকেসুখে রাখবে,,,,,, কিন্তু তার বাবারসপ্ন সে লেখাপড়া করে অনেক বড়োহবে,,, এখন কি করবে বলেন আপনারা????????,,,,,,,,,,,তাকে পারলে ভালো একটা চাকরী দিতেপারবেন এমন কেউ থাকলে বলবেন,,,
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৮