খুব কাছের কেউ ভুল বুঝলে কেমন যে লাগে!!! আমার লাগছে ভীষণ অসহায়.. কিন্তু আমি কি করতে পারি?
ছোট্ট ছোট্ট কথাগুলো যে নিজের মধ্যে এত বিপুল, এত জটিল মানে লুকিয়ে রাখে তা কে জানত! দোষটা হয়তো আমারই, আমি ঠিকমত বুঝিয়ে বলতে পারি না.. অথবা অন্যজনের, সে ঠিকমত বুঝতে পারেনি.. কিন্তু তাতে তো এখন আর কিছু বদলে যাচ্ছে না।
অন্য কারো এমন হলে আমি হয়তো বলতাম, যাও তাকে গিয়ে বলো তুমি আসলে কি বলতে চেয়েছিলে। কিন্তু আমি কোথাও কাউকে বলতে যাচ্ছি না যে, সে আমাকে ভুল বুঝেছে.. আমি যতটা কাছের ভাবতাম, ততটা কাছে হয়তো সে কোনদিনই ছিল না। কষ্ট পাচ্ছি খুব.. অসহায়ও লাগছে.. কিন্তু কষ্ট না পেলে কি সুখের মর্মটুকু বুঝব?
"বুকের মাঝে নোনা ব্যথা.. চোখে আমার ঝরে কথা.."
'মনপুরা' হয়তো দেখা হবে না কোনদিনই.. কিন্তু এই দুটো লাইন আমার খুব প্রিয়.. হয়তো সারাজীবনের জন্যই..