গত কিছুক্ষণ যাবত মাথা উল্টাপাল্টা অবস্থা বোধ করিতেছি। কেমন যেন কঠিনস্ত ভাবুক ভাবুক ভাবে আছি।
ভাবুক ভাবুক বোধ করিবার একমাত্র কারণ হইলো, একগাদা পোকাসমগ্র!!
কিছুক্ষণ আগে পোকার জ্বালায় অতিষ্ঠ হইয়া বাসার দরজা-জানালা বন্ধ করিয়া রাখিতে বাধ্য হইলাম। তবে, ইহাই সবকিছু নহে।
কথা হইলো, রাস্তায় অসংখ্য বাত্তি জ্বলজ্বল করিয়া জ্বলিতেছে। পাশেই কাছাকাছি একস্থানে ৫টি ব্যাডমিন্টন কোর্ট। উহার বাত্তিসমগ্রের কথা আর নাই-বা কহিলাম।
বেদনার বিষয় হইলো, পোকাসমগ্র বাহিরের উজ্জলতম বাত্তিসমগ্রের দিকে কেন যেন আকৃষ্ট না হইয়া খালি বাসাগুলির বাত্তিসমগ্রের দিকে আকৃষ্ট হয়?!? দুঃখ আর কই রাখি??
তবে, ইহাই সব নহে। আমার কথা হইলো.... আকাশে বিদ্যমান এত জ্বলজ্বলে উজ্জল চন্দ্রমামা কি পোকাসমগ্রের চোখে পড়ে না? নাকি উহাদের দৃষ্টির দৌড় খুব কম? সবকিছুর উপরে তো খালি চন্দ্রই চোখে পড়ে। এতো উজ্জল..... তাইলে কেমতে কি?!? উহারা কি কখনও চন্দ্রের প্রতি আকৃষ্ট হয় না? কেনই বা ইহারা এইস্থানে মরিবার আসিল??
আমার চান্দি ডাউন খাইছে মুনায়.... আর কিছুই ভাবিতে পারিতেছি না।