গত কয়েকদিন যাবত আমার একটি অনেক পুরানো ছড়া মনে পড়ছে। ছড়াটি ছোটবেলায় আমার খুব প্রিয় ছিল। কারণও আছে। সব কথাই বলছি।
ছড়াটির কথা আমি একপ্রকার ভুলেই গিয়েছিলাম। তবে, গত কয়েকদিন আগে এই ব্লগেরই একজন ব্লগার ছড়াটির একটি লাইন একটু অন্যরকম করে বলেছিলেন। শুধুমাত্র একটি শব্দ পাল্টে বলেছিলেন। শুনে খুব মজা পেয়েছিলাম। সেই সাথে ছড়াটিও অনেকদিন পরে আবার মনে পড়লো।
ছড়াটি আমি সর্বপ্রথম শুনেছিলাম আমার বড় বোনের কাছে। আমরা তিন ভাই-বোন। আমার বোন দুইজন এবং যথারীতি আমি একা একমাত্র আদরের ভাই। এবং উভয় বোনই আমার চাইতে বড়।
ছড়াটি ওদের কাছেই শুনতাম। ছড়াটির প্রতি আমার আকর্ষণ সৃষ্টি হয়েছিল কয়েকটি কারণে। স্বাভাবিকভাবেই ছোট ছোট ছেলেপুলেদের, যারা ছোট জন্য লিখতে-পড়তে জানে না, এই সকল ক্ষেত্রে তাদের আকর্ষণের কারণ হয়ে থাকে ছড়া কিংবা গল্পের সাথে যে ছবিগুলো দেয়া থাকে, সেগুলো। অথবা চরিত্রের নাম। আমার ক্ষেত্রে কার্যকর ছিলো ছবি। ছড়ার সাথের সেই ছবিটি(একজন লোক কাত হয়ে মাটিতে পড়ে চিল্লাচ্ছে। আর তার নাকের ওপর একটি উঁইপোকা বসে আছে।) দেখার পর থেকেই এই ছড়াটির প্রতি আমার টান। অনেক ছোট ছিলাম জন্য আমিও পড়তে কিংবা লিখতে জানতাম না। কাজেই, আমার প্রিয় বোনদ্বয়কে বলতাম, ছড়াটি আমাকে পড়ে শোনাতে। ওরাও শোনাত। আস্তে আস্তে যখন ছড়ার কথাগুলোর মানে ওদেরকে জিজ্ঞাসা করতাম এবং ওরা বুঝিয়ে বলত, তখন সোজাসুজি ছড়াটির ওপরই আমার আকর্ষণ আরও বেড়ে গেলো। ওরাও আমাকে ছড়াটি শোনাতে খুব মজা পেত। ওরা দুইজনই এই ছড়াটি খুব সম্ভবতঃ প্রথম শ্রেণীতে থাকতে পড়েছিল। শুনতে শুনতে ছড়াটি আমার মুখস্ত হয়ে গিয়েছিল।
পরে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার জন্যেই সম্ভবতঃ ছড়াটি বাদ পড়ে যায়। অথবা থাকতেও পারে। আমি নিশ্চিত না।
যাই হোক, ছড়াটি এখন বলি??? ছড়ার নামটা সঠিক মনে পড়ছে না। তবুও যেটা মনে হচ্ছে, সেটাই লিখে দিলাম।
বড়াই
===========
লোকটা শুধু করত বড়াই,
দেখে নিতাম লাগলে লড়াই।
উঁইঢিবিতে মারত ঘুসি,
চোখ পাকিয়ে জোরসে ঠুসি।
বাহু ঠুকে ফুলিয়ে ছাতি,
বলত আসুক, বাঘ কি হাতি।
আমি কি আর কারেও ডরাই?
ভাঙতে পারি লোহার কড়াই।
শুনে সবে কাঁপত ডরে,
খিল লাগিয়ে থাকত ঘরে।
একদিন এক ভোরের বেলায়,
বেবাক লোকের ঘুম ভেঙে যায়।
ঘর ছেড়ে সব বাইরে এসে,
বাড়িয়ে গলা, দেখলো সবে।
ঢিবির পাশে, বাঁধের গোড়ায়,
লোকটা কেবল গড়িয়ে বেড়ায়।
ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই,
ফিসফিসিয়ে, বললো সবাই।
লোকটা তখন, চেঁচিয়ে জানায়,
উঁই ধরেছে, নাকের ডগায়!!!
ছড়াটি পড়ে সবার কাছে হাস্যকর মনে না-ও হতে পারে। কিন্তু আমার ছোটবেলায় এটিই ছিলো আমার কাছে অতি মজাদার একটি ছড়া।
এবং, "নীল-দর্পণ" নামের এই ব্লগের একজন ব্লগার কিছুদিন আগে কথাপ্রসঙ্গে "ভাঙতে পারি লোহার কড়াই" এই লাইনটি বলেছিলেন। তবে সামান্য পরিবর্তন ঘটিয়ে। উনি বলেছিলেন, "ভাঙতে পারি মাটির(!) কড়াই"!! শুনে আমি অনেকটা "হা হা প গে"।
যাই হোক, উনার বলা ছড়াটির রিমিক্স(!) লাইনটি শুনে এই ছড়াটির কথা আমার আবার মনে পড়ে গিয়েছিল। তাই ভাবলাম, আমার মনের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি।
কষ্ট করে এই বিরক্তিকর পোষ্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
বিঃদ্রঃ ছড়াটির কথাগুলোতে আমি ভুল করে ভুল কিছু লিখতে পারি। কারণ, ছড়াটি খাঁটিভাবে আমার মনে পড়ছে না। যতটুকু মনে আছে, ততটুকু সঠিকভাবে লেখার চেষ্টা করেছি। ভুল করে থাকলে আগেই ক্ষমাপ্রার্থী।
সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।