শহীদ বুদ্ধিজীবি দিবসে বাঙালীর জন্য দারুন এক আশান্বিত হবার মত খবর । হতাশায় ঘিরে থাকা চারিদিকের ঘন অন্ধকারে চমতকার আলোকিত এক রাজপথ ।
বাংলাদেশের প্রচলিত ছাত্রসংগঠনগুলো যেখানে অস্র-সন্ত্রাস আর চাদাবাজীর রাজনীতিতে অব্যস্ত । সাধারন ছাত্রছাত্রীদের জীবনকে অতীষ্ট করে দেয়া এইসব সন্ত্রাসীরা ছাত্ররাজনীতির ইতিহাসকেই যেখানে কলঙ্কিত করে দেয় সেখানে
ছাত্রশিবির একমাত্র সংগঠন যা মেধাবীদের সংগঠন হিসেবে পরিচিত । প্রতিটি শিক্ষাঙ্গনের সেরা ছাত্ররা কি অদ্ভূত আকর্ষনে এই সংগঠনের ছায়াতলে ভীড় জমায় ভাবলে আসলেই অবাক লাগে ।
একটা সময় ছিলো যখন বামদের সংগঠনগুলোয় মেধাবীদের আধিক্য ছিলো। কিন্তু ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশে বাম-খোদাহীন মতবাদ মেধাবীদেরকে বেশিদিন আকৃষ্ট করতে পারেনি !!
শিবিরের অসাধারন শৃঙ্খলা আর স্মার্টনেস , ইসলামের মৌলিক বিষয়গুলোর পার্ফেক্ট প্রাকটিস, সৌন্দর্যময় মুস্তাহাবগুলোর দারুন সমণ্বয় শত অপপ্রচার আর মিডিয়া সন্ত্রাসের মাঝেও বুদ্ধিমান ছেলেগুলোকে ইসলামের ছায়াতলে নিয়ে আসে ।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ !! কি উজ্জ্বল প্রোফাইল !!! অসংখ্য পুরস্কার পেয়েছেন জীবনে মেধার স্বীকৃতিস্বরূপ । যা মাঝে রয়েছে প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া স্বর্ণপদক।
৫-ম শ্রেণীতে জেলায় ১ম স্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট সম্প্রতি পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন !!
****দেশে রাজাকারদের(?) আধিপত্য দেখতে চান না যারা , তাদের প্রতি আহবান ,
-সন্ত্রাসনির্ভর ,অর্থলোলুপ , চড়িত্রহীন , ধর্মবিদ্বেষী সংগঠনগুলোতে মেধার চর্চা, দেশপ্রেমের চর্চা আর নৈতিকতার শিক্ষা চালু করুন ।
-দয়া করে আমার পোস্ট বোঝার চেষ্টা করুন ! শিবির কিভাবে বিজয় দিবসে ঢাকা শহরে সবথেকে বড় মিছিলটি করে তার রহস্য বুঝতে পারবেন ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৯