উচ্চশিক্ষিত প্রযুক্তিবান্ধব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কেউ রাজনীতিতে আসলে সেটা দেশের জন্য আশার কথা। তাছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধুর নাতি। এই দেশের রাজনীতি করার অধিকার তাঁর অবশ্যই আছে।
তবে তাঁকে যতটুকু দেখেছি, সোজাসাপ্টা কথা বলেন, বাংলাদেশের রাজনীতির মারপ্যাচ বুঝেন না, মিথ্যা বলতে অভ্যস্ত নন, প্যাঁচিয়ে কথা বলতে অভিজ্ঞ নন। তাঁকে আরও অনেক কিছু শিখতে হবে এবং বর্তমান বাজে পরিস্থিতিতে দলকে সংগঠিত করতে অনেক বেগ পেতে হবে।
তবে, তিনি সে সময় পাবেন। কেননা সহসা নির্বাচন দিচ্ছে বলে মনে হচ্ছে না এই সরকার। অন্তত ২-৩ বছর সময় তিনি পাবেন দল গুছানোর জন্য। শুভকামনা রইলো।
৩-৫ বছর পর নির্বাচন হবে মূলত আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত-হেফাজত ও মার্কিন ব্যাকড ডক্টর ইউনূসের নতুন গণশক্তি পার্টির। এই সময়টা সবার দল গুছানোর সময়। কেননা সেনাবাহিনী এই অন্তর্বর্তী সরকারের পিছেই থাকবে, নাহলে মার্কিন রোষানলে পড়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন হারানোর ভয়ে সেনাবিদ্রোহ তথা ক্যু হবে। এই সময়টা প্রথম আলো- ডেইলি স্টার গোষ্ঠী এই এনজিও সংখ্যাগরিষ্ঠ সরকারের পক্ষেই থাকবে, কারণ তারাই এই দিন এনেছে। আর সব প্ল্যান করে রেখে গেছেন ইউনুস সাহেবের বান্ধবি হিলারী ক্লিন্টনের দলের প্রেসিডেন্ট বাইডেনের আস্থাভাজন গেইম চেঞ্জার ডোনাল্ড লু!
(এ প্রসঙ্গে আপনাদের কার কি মত?)
দেব দুলাল গুহ
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৪