১। বলছিলাম না? ফাইনালে ভারতের কাছে দক্ষিণ আফ্রিকা হারবে, কারণ তাঁরা চোকারস? মিলে গেলো এটাও। অভিনন্দন অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। তাঁরাই বিশ্বের একমাত্র দল যারা অপরাজিত থেকে বিশ্বকাপ জিতলো। বেটার লাক নেক্সট টাইম দক্ষিণ আফ্রিকা।
এই জয় ভারতের। এই জয় রোহিত শর্মার। তার চেয়েও বেশী এই জয় রাহুল দ্রাবিড়ের। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হয়েও তাঁর অধরা থেকে গিয়েছিলো বিশ্বকাপ। কোচ হিসেবে তিনি আজ বিশ্বকাপে হাত দেবেন। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে?
আজ যে কোহলি জ্বলে উঠবে, এটা শুরুতেই বুঝা যাচ্ছিলো। তাই হলো। কিন্তু জেতা ম্যাচ হেরে যাচ্ছিলো ভারত ঐ এক অক্ষর প্যাটেলের ওভারেই! সেখান থেকে যেভাবে জাসপ্রিত বুমরা, হার্দিক পান্ডীয়া আর অর্শদীপ সিং ভারতকে খেলায় ফেরালেন এবং জেতালেন, তা অবিশ্বাস্য। সবচেয়ে অবিশ্বাস্য লেগেছে সূর্যর ক্যাচটা। এটাও কী সম্ভব?!
১৭ বছর পর আবারও টি-টুয়েন্টির বিশ্বকাপ জিতল ভারত। জিতে কান্না করছে গোটা দল। এই কান্না আনন্দের, এই অশ্রু বিশ্বজয়ের। প্রতিবেশী হিসেবে আনন্দিত ও গর্বিত অনুভব করছি। তবে নিজেরা যেদিন জিততে পারবো, সেদিন হবো প্রকৃত খুশী। আপাতত ছাগু সমাজের কান্নার শব্দ শুনে আনন্দ পাচ্ছি ব্যাপক। অসুস্থ শরীরে এ এক অবিশ্বাস্য অপ্রকাশিতব্য অনুভূতি!
২। ফাইনালে দারুণ ফর্মে বিশ্বকাপ জিতে ম্যান অব দ্য ম্যাচ হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপকে বিদায় জানালেন বিরাট কোহলি।
কিং কোহলি অমর রাহে!
৩। বিশ্বকাপের ইতিহাসে ভারতই একমাত্র দল, যারা কোনো ম্যাচ না হেরেই বিশ্বকাপ জিতল।
আবারও অভিনন্দন।
দেব দুলাল গুহ
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৪ রাত ১:৪৫