আপনার ইমেইল ফেসবুক ইত্যাদি রক্ষার উপায় হলো:
১. কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা যাতে সংখ্যা, ছোট-বড় অক্ষর, স্পেশাল অক্ষর ইত্যাদির জটিল কম্বিনেশন থাকে। যা একমাত্র আপনিই জানবেন।
২. সিক্রেট প্রশ্ন হিসেবে জটিল কোনো প্রশ্ন এবং তার উত্তরও জটিল কিছু ব্যবহার করবেন।
৩. জন্মতারিখ, জন্মস্থান নিজের সঠিকগুলো কোনোমতেই ব্যবহার করবেন না!!! খুব সাবধান।
৪. ফায়ারফক্স বন্ধ করে দিলে পরের বার ওপেন করা মাত্র লগিন হয়ে যায়! ব্যাপারটি খেয়াল রাখবেন! অবশ্যই লগ-আউট করবেন!
৫. এমনকি নিজের কম্পিউটারেও পাসওয়ার্ড সেভ করে রাখবেন না।
৬. কাউকে কয়েক মিনিটের জন্য নিজের পিসিতে বসতে দিলে তার জন্য একটি আলাদা নামের অ্যাকাউন্ট করে দিন।
এ প্রসঙ্গে উল্লেখ্য আগস্টে খ্যাতনামা পিএইচপি প্রোগ্রামার হাসিন হায়দার তার সকল একাউন্টের সকল পাসওয়ার্ড হারিয়েছিলেন।
জিটক/জিমেইল, ইয়াহু, স্কাইপ, এমএসএন, টুইটার, ফেসবুক, ওয়ার্ডপ্রেস ইত্যাদি ইত্যাদি... কীভাবে? তার সুযোগ্য ক্ষুদে ভাগ্নে তার সেভ করা মাস্টার পাসওয়ার্ড দেখে ফেলেছিলো।
পরে উদ্ধার করেছিলো কীভাবে?
জিমেইলের এব্যাপারে বিশেষ নিরাপত্তা আছে... My account has been compromized.. বলে অপশনটি ব্যবহার করে আপনার হ্যাকড অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সাবধান!
আজকাল ফেসবুকে প্রতিদিন এতো এতো ব্যক্তিগত তথ্য অহরহ এমনভাবে আপনি প্রকাশ করছেন যে আপনার কোনোকিছুই আর গোপন থাকছে না প্রায়। এর ঝুঁকি কিন্তু ব্যাপক! আপনার এই তথ্য আপনার অনলাইন এবং দৈনন্দিন জীবনেও অনেক ঝুঁকিতে ফেলতে পারে। সচেতন হোন।
লটারি পেয়েছেন লাখ-লাখ, মিলিয়ন ডলারের! ব্যাংক অ্যাকাউন্ট দিলেই কোটি-কোটি টাকা পাঠিয়ে দেবে, আপনার অ্যাকাউন্টের তথ্য স্বয়ং ইয়াহু, গুগল ... জানতে চাইছে! এসবই সোস্যাল ইঞ্জিনিয়ারিং , ফিশিং ইত্যাদি টেকনিকস... ফাঁদে পা দিয়েছেন তো ধরা!
ফিশিং
মানে মাছ ধরা? হ্যাঁ বানান ভিন্ন হলেও phishing টাও একধরণের মাছ ধরা। আপনাকে ভুলিয়ে ভালিয়ে কোনো চোর যদি আপনাকে তার নিজের তৈরি ফাঁদের সাইটে আপনাকে আপনার ইমেইল/ব্যাংক/ক্রেডিটকার্ড তথ্য দিয়ে লগিন করতে প্ররোচিত করে তাই হচ্ছে ফিশিং।
তবে একটা কথা, হ্যাকার মানে কিন্তু চোর নয়! হ্যাকার মানে হচ্ছে প্রথাগত জ্ঞানের চেয়েও বেশি জ্ঞানী এবং তারা এমন ভাবে কোনোকিছুতে দক্ষ যে জানা এবং অজানা অনেক ফিচার তাদের নখ-দর্পনে থাকে। প্রকৃত হ্যাকাররা সৎ এবং ক্ষতিকর কাজে লিপ্ত থাকেন না। তাদের অবশ্য শ্রেণিবিভাগ রয়েছে। এই ব্লগেই অনেকে অনেকবার লেখালেখিও করেছেন খুঁজে পড়ে দেখুন।
আরো পড়ুন:
১. এখানে
২. এবং এখানে
এবং গুগল খুঁজে খুঁজে...
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৪