ভেঙ্গে পড়ে খণ্ড খণ্ড আবেগী মেঘ
যা আছে হারিয়ে যায়
আর যা অদৃশ্য তা
ফিকে হয়ে যাওয়া দুপুরে মিশে থাকে।
অস্থির অনিয়ম নিশ্চল হয়
জীবন্ত আরশীর ছায়া, প্রশ্নকাতর
কেন এমন হলো?
কেন এমন হয়?
আবার বোবা ভুলগুলো ফুটে ওঠে
ক্রমাগত ঝড়ের ঝাপটায় ধ্বসে পড়ে
প্রতিবার ঝড় এলে একটা পৃথিবী নষ্ট হয়-
প্রতিবার বৃষ্টির সাথে সুখ দুঃখ দেয়া নেয়া হয়-
প্রতিটি ভুল একটা রং মুছে নিয়ে যায়-
প্রতিটি অভিমান একটা কষ্ট ছুঁয়ে যায়-
তারপর!!
অশান্ত ঝড়ের চিহ্ন বয়ে একটি শীতল ভোর আসে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:৪৩