পৃথিবীকে ভালবাসতে শিখিয়েছ বলেই
তোমাকে ভালবাসি হয়না বলা।
একদিন ফেলে দেয়া কাগজ
তুলে হাতে দিয়ে বলেছিলে" না পড়েই কিছু ফেলে দিওনা
পথের নুড়ি দেখে জেনে নাও কি করে পথ কে ভালবাসতে হয়।
আমি জেনে নিয়েছি মা
আমি পথের নুড়ির মতো নিরবেই এঁকে যাই নিজেকে
নিরবেই আমি কষ্টের বুনন করি সপ্ত রঙের বাধনে
নিরবেই অভিমানে অশ্রু চোখে হেসে উঠি।
কখনো বলিনা
মা গো আজকাল তোমাকে বড্ড মনে পড়ে
বড্ড ইচ্ছে করে তোমার কোলে মাথা রাখতে।
যখন তোমার আমার দূরত্বে অতিষ্ঠ তুমি
কান্নায় ভেঙ্গে পড়ো
আমি মেকি রাগে তোমাকে বুঝাই তোমাকে বলি
অযথাই কান্না করো তুমি...
তখন ও তোমাকে বলিনা তোমার চোখের জলে
আমি হেরে যাই
হেরে যায় আমার পাথরের আদলে গড়া মন।