সেদিনের তুমি আমি আর হাসনাহেনার মোহময় ক্ষণ..
ভিজে মাটি আর হাসনা হেনা মিলে মিশে একাকার।
সে অনেক দিনের গত হওয়া সময়
তবু আমি এখন ও পষ্ট দেখতে পাই সেই আমাকে"
তোমার জন্য অনেক গোপনে জমিয়ে রাখা
একশ চাল্লিশটি চিঠির জলন্ত চিতা,আর তার পাশে,,,
নিশ্চুপ আমি বন্ধ ঘরে শত স্মৃতি নিয়ে
ঘরময় চোখ জ্বালা করা ধুঁয়ায় শূন্যতার পূজায় রত।
তার..পর, তুমি এলে
আমার কাছে রাখা তোমার শেষ সুখ টুকু নিতে,,
তোমার চোখে আমার জন্য ঘৃণা আশা করেছিলাম বলেই
সেদিন তোমার ভাষাহীন শান্ত চোখ দেখে আমার মৃত্যু হয়েছিল।
তারও অনেক পরে
আমি হারিয়ে গেলাম............
নাহ আমিই ভাবলাম আমি হারিয়ে গেছি
আর তুমি,,,,
রাতভর জোনাকী সাথে নিয়ে
সেই জলে ভাসা ছাই আবার গুছিয়ে নিলে।