ধরনীর বুকে জননীর কোলে ক্রন্দনরত আমার আগে।
কবিতা আমার রক্তের বিন্দুতে মিশে আছে...
কবির ভাষা আমার কাছে শৈশবের গানের মতো,
নির্মল চিরচেনা স্বচ্ছ জলের মতো গভীর,
আমি যে জলের গভীরের অরণ্যে চোখ মেলে আকাশ দেখি-
যেখানে সুখেরা আত্মহত্যা করে প্রতিনিয়ত,
সেখানে আমার সামনে উজ্জ্বল হয়ে আসে-
ধূসর আলোয় সজ্জিত লাশের বেদনার্ত হাসি;
আমি মিশে যেতে পারি তার প্রতিটি অক্ষরে।
কবিতার সাথে আমার আজন্ম প্রেম,
আর কবির সাথে নীল পাথরের বন্ধুত্ব।
তবু!!
কবিতা আমার হাতে ধরা দেয়না,
সে আমার কাছে দূরের নক্ষত্রের মতোই অপষ্ট;
নাকি!
আমিই কবির বেদনার সঙ্গী হতে চাইনা!