এখন আমার সব কিছু তেই হাসি পায়
সমাজ আমার হাসিতে বড় বড় নখ দিয়ে আঁচড় বসায়
কখনো রক্তের বন্যা বয়ে যায়
কখনো ভয়ংকর আগুন জ্বলে উঠে
তবু পোড়া বাড়ির শেষ নিঃশ্বাসের মতো আমি দাড়িঁয়ে থাকি
রক্তাক্ত হাসির খন্ড খন্ড আগুন ঝরে পরে ,,
একের পর এক ঝড়ে ভেঙ্গে যায় আকাশ
সমাজ ভাবে পাষান প্রতিমা এবার ভেঙ্গে পরেছে
তবু আমি নতুন উচ্ছাসে আবার হেসে উঠি
সমাজ জ্বলে পোড়ে অন্ধকার ধোঁয়া ছড়ায়
আমার চোখ ভরে জল আসে
তবু ভরা চোখে আমি অপূর্ব তৃপ্তির হাসি হেসে উঠি ।