শুন্যতার মায়া আর অপূর্ণতার ভালোবাসা
মিশে থাকে অনন্ত আপন হয়ে,
কুয়াশার সকালের মতো এক অচেনা জীবন
ঘিরে থাকে চারপাশ ছায়া ছায়া অন্ধকারে,
অভিমানে সজল হয়ে উঠা চোখ
আলেয়ার আলোর পিছনে ছুটতে ছুটতে
ক্লান্ত হয়ে অন্ধকারের পানে চেয়ে থাকে
হয়তো ভাবে ,,এই অন্ধকারের মুক্তি কোথায় ,
পথের ওপারে মিশে আছে হয়তো বিন্দু বিন্দু আলো
তবু ধোঁয়া ধোঁয়া এ পথ ক্ষনে ক্ষনে ডুবে যেতে চায় অন্ধকারে ।