সুনসান গোরস্থানে প্রাণের জোয়ার নিয়ে আসে একটি লাশ ।
দাফনের বিভিন্ন আনুষ্ঠানিকতা , শবযাত্রীদের পদভারে -
জীবনের সাড়া পড়ে গোরস্থানে ।
দাফনের আনুষ্ঠানিকতা শেষে , ফের নেমে আসে নিস্তব্ধতা ।
অতঃপর প্রতীক্ষায় সময় কাটে গোর-রক্ষীর
আবার কবে আসবে আরেকটি লাশ !
নীরব চেম্বারে প্রতীক্ষা কম্পাউন্ডারের -
কখন আসবে একটি রোগী ।
ডাক্তারের স্বগোক্তি – কার মুখ দেখেছি সকালে
কোন রোগী নেই আজ !
কলরবহীন আদালত প্রাঙ্গণেও বসে আছে বেকার উকিল ।
আজব, দেশের সকল মানুষ কি সাধু হয়ে গেল নাকি ?!
অথচ , প্রতিদিন সকল মা সন্তানের জন্য কামনা করে চলেছে দীর্ঘায়ু ,
ডাক্তার হাসিমুখে রোগীকে বলছে –
আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ।
উপাসনালয়ে ধ্বনিত হচ্ছে – জগতের সকল প্রাণী সুখী হোক !
ছবি : অন্তরজাল
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩