বহুদিন পর সামুতে লগ কইরা এই পোস্ট পইড়া মাথায় একখান
প্রশ্ন আসলো।
একখান পোস্টে গেলাম। সেই পোস্টে
"সত্যিই যদি ব্লগে লেখার মান বাড়াতে চান, বেনামি মানুষের কমেন্টটা ফলো করতে পারেন। সবচেয়ে উদ্ভট লেখা, সবচেয়ে আজব কমেন্টার, মাত্রাতিরিক্ত কবিতা লেখক (ন্যাচারাল কবিদেরও একটা লিমিট আছে, সাদা জায়গা দেখলেই কবিতা লিখে ফেলে এই টাইপের লোকজনের কথা বলছি), ধর্মীয় লেখার নামে পীরের তরিকা লেখক; এদের মনোনীত করে পুরষ্কার দিলে ব্লগের সাধারণ পাঠকদের মনোভাব আরও ভাল আসবে এবং লেখার মান কোন লেভেলে থাকা উচিত পাবলিক আইডিয়া পাবে।"
এই কমেন্ট থেইকাই আইডিয়াটা আসলো। সত্যই মান মান না কইরা অ-মান বা মানহীনগুলান কি হেইডাই আগে জানতে হইবে।
এখন এট্টু চিন্তা কইরা বইলা ফালান - আপনার পড়া বা আপনার মতে সেরা বা
সবচেয়ে উদ্ভট লেখা - ?
সেরা আজব কমেন্টার- ?
উদ্ভট ও বাজে কবিতা - ?
উদ্ভট কবি- ?
উদ্ভট গল্পকার-? ( আরও ক্রাইটেরিয়া যোগ হইতে পারে বা আপনাদের উপদেশে বাড়ানো যাইতে পারে)
এই পোস্টে কেচাল চলিবে না।
মূল্যবান মতামত দানকারী পাঠক ও লেখকগণের নাম দর্শাইয়া খেপিয়া ওঠা নিষেধ।
উদ্ভট লেখা হিসাবে এই পোস্ট উদাহরণের উর্ধে
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১