গত চার দিন যাবত আমি জরে ভুগিতেছি । ভেবেছিলাম, অফিসের বস কে জানানোর দরকার নেই । কেননা বরাবরের মত রাতে ঘুমানোর আগে একটা পেরাপাইরল একটা জিম্যাক্স,খেয়ে ডাটের একটা ঘুম দেবো । সকালে ইনশাল্লাহ ঘুম থেকে জেগে দেখবো জর নেই । অফিসে যাবার সকল উপকরণ বরাবরের মতই রেডি করে রেখেছিলাম । আমি আমার স্পেশাল বেডটাতে কুল বালিশ চেপে ফ্রেস একটা ঘুমের জন্য অর্ধেক রিভটিল খেয়ে নিলাম । এবং নিমিষেই ঘুমিয়ে পড়লাম ।
সকাল হয়েছে । দেয়াল ঘড়িটাতে এলারন বাজছে ,বুঝতে পারছি যদিও তাকানোর চেষ্টা করছি কিন্তু তাকাতে পারছি না । কখন দেউয়াল ঘড়িটায় এল্যারন বাজতে বাজতে বন্ধ হয়েছে বলতে পারি না । হঠাত মোবাইলের শব্দ জোরে স্বরে বেজে উঠল । অনেক কষ্টে তাকিয়ে দেখি ড্রাইভারের ফোন । বুঝলাম ড্রাইভার এসে গেছে । বিছানা থেকে উঠে দাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না । সমস্ত শরীর জোড়ে কি যেন বিষের ব্যাথা কেহ লাগিয়ে দিয়েছে । তা কাউকে বলে কয়ে বুঝাতে পারবো না । ফোনটাকে কোন ভাবে ধরলাম । ড্রাইভার টা কে বললাম আমার ভীষণ জর । আজ যেতে পারবো না ।তারপর কি করবো বুঝতে পারছিলাম না । অফিসে অনেক কাজ । সামনে অডিট । বস কে লিখতে চেষ্টা করলাম । চোখে ঝাপসা দেখছি আর হাত পা থপ থপ করে কাপছে । ছেলে কে বললাম লিখে দিতে । ছেলেও পরিক্ষা দিতে যাবে তার হাতে সময় নেই । তারপর বাপের কথাটা রাখল । লিখে দিল । বড় দুই বস কে মেসেস দিতে বললাম সে যথারীতি পাঠিয়ে দিয়ে তার মায়ের সাথে স্কুলে চলে গেল । আর আমি ব্যথায় কাতরাতে থাকলাম সমস্ত বিছানা জোড়ে একাকী ।
পিজির ডাক্তার । ছেলের খালা । তার পরামর্শে শুরু হল বিছানায় শুয়ে থাকা । ভাইরাস জর । সারতে সময় লাগবে ৭ দিন । এ বয়সে অনেক বার ভাইরাস জরে আক্রান্ত হয়েছি । কিন্তু এমন যন্ত্রনা দায়ক জর আমি কোন কালেও দেখিনি । আজ চার দিন অতিবাহিত হতে চলেছে । কিন্তু জর সেরে উঠার কোন লক্ষন দেখছি না ।
সমস্ত দেহ জোড়ে বিষের ব্যথা অনুভব করছি ।
বিধাতার কাছে মিনতি করছি এমন জর যেন কারো না হয় ।
বন্ধুরা ......।
তোমরা আমার জন্য দোয়া করো ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৩৪