চকোরিয়া থেকে কক্সবাজারের দিকে হাফ কিলো এগোলেই পশ্চিম দিকে একটা পথ। একটু সামনে এগোলেই মাতা মহোরী নদী । যা কিনা অত্র বদর খালি,ইলিশিয়া,চকরিয়া বাসীর জন্য বড় আশীর্বাদ । চকরিয়া থেকে ২২ কিলো পথ বদর খালীর । পথের দুই পাশ জোড়েই মাছ চাষঃ । আশ্চাযের বিষয় হল এক পাশে লোনা পানি আরেক পাশে মিঠা পানি । বদর খালি যেতে হাতের বাম পাঁশ জোড়ে লবন আর চিংড়ির চাষ হাতের ডান পাঁশ জোড়ে মিঠা পানির মাছের চাষ । মাঝে মধ্যে সবুজে ঘেরা ধান ক্ষেত । সব মিলে এক অ সাধারণ । মানূষ গুলিও যেন মানবতার এক চরম উদাহরণ ।
দিগন্ত জোড়ে লবনের চাষ যেন চোখ ফেরানো যায় না
ডান পাশ জোড়ে মিঠা পানির পুকুর
বিলাত ফেরত জামান সাহেব দেখলেন নদীর ধারে ঘুমিয়ে থাকা মানুষ ।
উপভোগ করলেন বিচিত্র বাংলা মায়ের সুখ কে ।
জামান সাহেব নোকায় উঠে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করলেন ।
পুকুর পাড়ে খড়ের পাল্লা । চড়ই গুলি মনের আনন্দে খাবার খাচ্ছে । কাছ থেকে দেখলে সে এক মন মুগ্ধকর পরিবেশ ।
জামান সাহেব আরো কিছু জানার আগ্রহ বোধ করলেন এই অঞ্চলের মানুষ গুলোর সুখ দুঃখের ইতি কথা ।
দেখলেন হত দরিদ্র মানুষ গুলোর বসবাস
প্রাণ ভরে হাসলেন জামান সাহেব ।
ছায়া সু নিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রাম গুলি ।
ধানের ক্ষেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মত ।
যেন সৌন্দর্যের লীলা ভূমি ।
অটো রিক্সা চালকের হাসি দেখে জামান সাহেব চমকে উঠলেন । বললেন
আহ!! কি নিরমল মুগ্ধময় হাসি । মনে হয় তার সারাটি জীবন জোড়ে শুধু সুখ আর সুখ ।
মাছে ঘেরা গাছে ঘেরা সাজানো গোছানো বদর খালী কলেজের একাংশ ।
মহিষের বাথান ........
সৌন্দর্যে ভরপুর বদর খালী ১৪ নং ইউনিয়ন পরিষদ
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১