“যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে”
তোমার এ গান আমার অস্তিত্ব কে ঘীরে এক মোঠো সোনালী রোদ
লৌহিত রক্ত কনিকায় মিহির মিহির শিহরণ দোলা দিয়ে যায় ।
বাস্তবতার আঁধারে ঢেকেছিলে মুখ কালপিটের সারিতে নিজেকে
আমি তো কোন প্রণয় ভিখারি নই কিংবা ছিলামও না কখনও
কি ভেবেছিলে নিজেকে ???
আমি আজ ভোরের সূর্যতে ভেজা চুল শোঁকাই
প্রণয়ের রাত কাটাই ডেক সেটে তোমার বিরহের গান ছেড়ে ।
“যত ভুলে যেতে চাও ততই মনে পড়ে”
বিন্দু সদৃশ প্রেম তোমাতে তো যাচিনি
সাগর সম আকাশের মত বিশাল হৃদয়ের সকল প্রেম তো উপচে দিয়েছিলাম ।
কেঁদেও ছিলাম তার প্রায়চিত্তে বহু কাল ।
আকাশও কেঁদে কেঁদে তার কালো মেঘে ঢেকেছিল ।
মাঝে মাঝে পর্বত চুড়ায় দাঁড়িয়ে প্রায়চিত্তের শেষ প্রহর গুনেছিলাম ।
তোমাকে কিছুটা হলেও ভাল বাসি আজও কেন জান ?
বলবে জানি এটা ,সেটা,ওটা কত কি, আমি তাতে আর ভুলিবার নই ।
জেনে রেখ তোমাকে ভালবাসি আজও পর্বত চুড়ায় দাঁড়িয়ে শেষ প্রহরে মনে পড়েছিল
তোমাকে আর একটি বার দেখিয়া মরিবার চাই ।
অভিমানী মেয়ে
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮