তোমরা রক্তের নদী দেখনি
আমি রক্তের নদীতে ওদের স্নাত হতে দেখেছি
তোমরা লাশের মিছিল দেখনি
আমি লাখো লাশের বহরে শকুনিদের কলরব শুনেছি ।
তোমরা দেখনি বুলেটের পর বুলেট পাখিদের মত মানুষের মৃত্যুর কলরব
আমি প্রকাশ্যে দেখেছি নিমিষেই ঝরে যাওয়া কত তরুন প্রানের আকুতি বৈভব ।
ভোরের সূর্য তোমরা দেখো স্বাধীন দু চোখ মেলে
আমরা দেখেছি রক্তিম সূর্য লাল সেতো আমাদেরি রক্ত ঢেলে ।
তোমরা দেখ আঁকাবাঁকা মেঠো পথ নদীর বোকে পানির কলতান
আমরা দেখেছি গ্রেনেড ভরা নদী লাশের পরে লাশের উত্থান ।
তোমরা লিখ অ,ক,ঙ মনের খুশি মতে
আমরা লিখিলেই তাহা বুলেট মেরে বদ্ধ ভুমিতে রাখিত ওরা পোঁতে ।
রক্ত ঢেলে আমরা রেখেছি বাংলা মায়ের মান
তোমরা রেখ আমাদের মনে দিও এতটুকু সন্মান ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮