হে একুশ
তুমি ভাই কে ফিরিয়ে দিতে পারোনি
মুক্তি তো দিয়েছ কথা বলার
তুমি লাখো প্রাণের তাজা রক্ত বানে
স্বাধীনতা এনেছ পথ চলার ।
হে একুশ
তুমি ম্লান করেছ মায়া ময়ি মায়ের হাসি
সৃষ্টি করেছ রক্ত বান
তুমি স্নাত করেছ লক্ষ বোনের দেহ
রেখেছ ধরে দেশের মান ।
হে একুশ
তুমি কখনো হয়েছ জীর্ণশীর্ণ তৃন তরু লতা
কখনো অসীম কখনো সসীম,কঠুর,উদারতা
কখনো মেঘ কখনো বৃষ্টি ,হিংস্র দাবানল
কখনো হয়েছ নীরব নির্বোধ উদয়,অস্তাচল।
হে একুশ
তুমি কখনো হয়েছ
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬