বড়ই ক্লান্ত মন
শিশিরের কনার মত সুখ গুলো নিয়ত ম্লান হয় আকাশে,
পাখিদের কলরর যেন যখন তখন ।
পড়ন্ত বিকেলে রোজ হাটা ছায়া ঘেরা বন,সোনীল গগণ
কলকলে বয়ে যাওয়া স্রোতস্বিনীর চঞ্চলা সুর
করেছিল তোমায় আমায় বড়ই সু-মধুর ।
সাঁজেতে নুয়ে পড়া সূর্যমুখী ফুল,ছুয়ে ছুয়ে বলেছিলে হইয়া ব্যাকুল
ঘুরে ঘুরে বাগানের নিত্য চারিধার বলেছিলে ওগো বিধাতা
এর চেয়ে বেশি কিছু চাইনা তোমার ।
রাতের পথ ঘেরা বৃক্ষ সারি সারি তুমি যেন সুখ ছিলে তারি
জোনাকীর আলো টিপে টিপে কত রাত কেটেছিলে অনিদ্রতায়
আজ সবি অলিক মিছে হায় ।
দাঁড়িয়েছি শেষ বিকেলে তোমার ছায়া ঘেরা বন,সোনালী গগণ
শকুনিরা ঘুরে চারিধার স্রোতস্বিনী সেজে বালু চরে
আমায় শোধায় এলে এত দিন পরে ?
সূর্যমুখী মরে গেছে কবে কচি দূর্বাঘাস জন্মিয়েছে সবে
সারি সারি গাছ গুলো নেই যেন আর
জোনাকীর আলো জ্বলে নাকো
নিগুঢ অন্ধকার ।।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১