মানুষ ও বিপন্ন মানবতা
-নুর এমডি চৌধুরী
একটি শিশু,মানব শিশু
সৃষ্টিতে শ্রেষ্ঠ মহিয়ান
কোথায় হাতে লিখবে বর্ণ মালা
কোথায় মৃত্যু ভয়ে কাঁদিছে পরান ।
সমাজে তোরা শান্তির নৌজোয়ান
ডাণ্ডা দিয়ে গড়তে চাস এ দেশ
রাখতে চাস স্বাধীনতার,সু উচ্চ সন্মান ?
ওরে তোরা যে মানবতা হীন
তোরা আজ মায়ের কাছে ভায়ের কাছে
শত জনমের ঋণ ।
ওরে তোরা একটু ভেবে চল
সূর্যে কিন্তু এখনও লাল হাসে
স্বাধীনতা কামী মানুষ গুলু
হয়নি অচল ।
ওই ছোট্ট শিশুর একটি হাসির জন্যে
লক্ষ মায়ের গিয়েছে লক্ষ মান
তিরিশ কোটি ঝরেছে তাজা প্রাণ
তবু রয়েছে শক্তিতে আগুয়ান।
অপরাধ হয়ত অনেক বড় হবে
হয়ত অপরাধ আকাশের সমান
তার জন্য তো আইন আছে আদালত আছে
আছে দন্ড দান ।
কখনো কি ভেবেছ একটি আঘাতের তরে
ঝরে যেতে পারে নিষ্পাপ একটি প্রাণ
মানুষ তো হবে শুধু মানুষের জন্য
সর্বত্র ধরে রাখিবে সন্মান ।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০