অবাক বিশ্বময় !!!
-নূর এমডি চৌধুরী
অবাক বিশ্বময় !
জনম জনম কেউ দিয়ে খুশি
কেউ পেয়েও খুশি নয় ।
অফিসের পিয়নটা বস টারে যদি
দিতে পারে এক খিলি পান
সারা দিন কাটে তার বসের সমান ।
রাত জাগা সিকিউরিটি বড় বাবুটারে
পারে যদি দিতে জোরে স্যালুট সালাম
ভাবে মনে চাকুরীটা পুনঃ পেলাম ।
গ্রামের দাদি মা দেখি দাদু টারে
সুখের প্রাচীরে ঘীরে রয়
তবু দাদু কষ্ট দিয়ে কত কথা কয় ।
দিন ভর রোদে ঝড়ে মজুর কাজ করে
মাথার ঘাম পায়েতে শুকায়
তবু মনিব রাগে তার মাথাটা টুকায় ।
সারা দিন জলে ভেজা মাঝি বাজারে মাছ লয়
দর দামে কিছু একটা হলে
চৌধুরী জুতো উঠে সকল সময় ।
দিন ভর কাজ করে অসহায় নারী
পেতে তার ক্ষুদার আহার
একটু বে-ঘাত হলেই যেন বেদম প্রহার ।
কর্ম ক্লান্ত ফেরা অসহায় মেয়ে
গলির ধারেতে থাকা কিছু কালো হাত
প্রতিনিয়ত যেন করে উৎপাত ।
অসহায় দুর্বল আজ যেন আরো আসহায়
আপন ভিটা মাটিতে অন্যের বাসা
চোখেতে যেন তার জল ভাসা ভাসা ।
কারে মেরে কারে ধরে কে যে হয় বড়
সবি যেন বিষণ্ণ সংশয়
সকলের মনেতে যে ভয় ।
অবাক বিশ্বময় !!
জনম জনম কেউ দিয়ে খুশি
কেউ পেয়েও খুশি নয় ।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০