ও বিদেশী বারে,এতেই অবাক?
দেখেছ শুধু, আমার শহরটারে।
অবারিত মাঠ ফসলের মেলা,
সারি সারি গাছ সবূজের খেলা।
অসংখ্য পাখ পাখালির গানে,
ভাটিয়ালি সুরে মাঝি দাঁর টানে।
দুর-বন ছায় মেঠোপথ খানি,
কৃষান মাঠেতে যায় লাঙ্গল টানি।
উঠানে শুকনো ধান চূলায় জাল জলে
মেঘলা আকাশ দেখে কৃষানী বলে।
গেল গেল ভিজে গেল তোরা কই দেখ,
এখনি নামিবে বুঝি আষাড়ের মেঘ।
বাদল বর্ষণেতে ভেঁজার কি যে সুখ আছে,
বিদেশী দেখিয়া যেন মুচকিটি হাসে।
“বলে বলে মোর নামটি ধরে-
ওয়ান্ডারফূল বাংলাদেশ,
বাংলায় বলে অদ্ভত তার-
রুপের যেন নেইতো শেষ”
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০১