একে একে তিনজনকে গুলি, মায়ের বুকে গুলি করে শিশু অপহরণ
গতকাল রোববার সকাল সাতটায় রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। থানার পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যা বের একাধিক দল শিশুটির খোঁজে নামলেও এখনো কোনো তথ্য মেলেনি।
অপহূত পরাগ মণ্ডল কেরানীগঞ্জের জেকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মণ্ডলের ছেলে। অপহরণকারীদের গুলিতে আহত হয়েছেন পরাগের মা লিপি মণ্ডল (৩৩), বোন পিনাকি মণ্ডল (১১) ও গাড়িচালক নজরুল ইসলাম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমল মণ্ডলের স্ত্রী লিপি মণ্ডল প্রতিদিনের মতো তিন সন্তানকে স্কুলে পাঠাচ্ছিলেন। তাঁদের গলিটি সরু হওয়ায় প্রতিদিনের মতো সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে গলির মুখে রাখা গাড়িতে তুলছিলেন তিনি। এ সময় দুটি মোটরসাইকেলে চার দুর্বৃত্ত সেখানে আসে এবং গুলি করে মায়ের কাছ থেকে পরাগ মণ্ডলকে ছিনিয়ে নিয়ে যায়। লিপি মণ্ডল বুকে ও পায়ে, মেয়ে পিনাকি ও চালক নজরুল পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লিপি মণ্ডলকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। পিনাকিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
ব্যবসায়ী বিমল মণ্ডলের তিন সন্তানের মধ্যে বাংলাবাজারের হিড ইন্টারন্যাশনাল স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে পরাগ এবং চতুর্থ শ্রেণীতে পড়ে মেয়ে পিনাকি। আরেক মেয়ে পিয়ালি মণ্ডল পড়ে অন্য একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীতে। সে অক্ষত আছে।
মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন গাড়িচালক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাতটার দিকে প্রতিদিনের মতো কালীবাড়ি মোড়ে গাড়ি নিয়ে দাঁড়ান। লিপি মণ্ডল তিন সন্তান নিয়ে গাড়ির কাছে আসামাত্রই দুটি মোটরসাইকেল গাড়ির কাছে আসে। দুই মোটরসাইকেলের পেছনে বসা দুজন নেমে তাঁর কাছে এসে গাড়ির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাঁর পায়ে গুলি করে। এ সময় লিপি মণ্ডল সন্তানদের গাড়িতে না উঠিয়ে জড়িয়ে ধরেন। সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে পরাগকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। লিপি মণ্ডল ছেলেকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেন। টানাহেঁচড়ার একপর্যায়ে সন্ত্রাসীরা লিপি মণ্ডলকে গুলি করে। এ সময় পিনাকি চিৎকার করতে থাকলে তাঁকেও গুলি করে দুর্বৃত্তরা।
চালক নজরুল আরও জানান, শিশু পরাগকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে একটি মোটরসাইকেলে দুজনের মাঝে বসিয়ে সন্ত্রাসীরা (পশ্চিম দিকে) চুনকুটিয়া মহাসড়কের দিকে পালিয়ে যায়। তিনি জানান, মোটরসাইকেল আরোহী চার যুবকেরই মাথায় হেলমেট ছিল। এদের মধ্যে দুজনের মুখে ধুলোবালু থেকে সুরক্ষার জন্য ব্যবহার করা মুখোশও ছিল।
গুলির শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। বিমল মণ্ডল এ সময় বাসায় ছিলেন। শোরগোল শুনে বাইরে এসে স্ত্রী-সন্তানদের এ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্থানীয়দের সহায়তায় তিনি আহতদের হাসপাতালে নিয়ে যান।
গতকাল সন্ধ্যায় বক্ষব্যাধী হাসপাতালে গেলে লিপির ভাই অনিন্দ্য সরকার বলেন, শিশুসন্তানের জন্য লিপির হাহাকার থামছে না। তাঁকে অক্সিজেন দিয়ে অস্ত্রোপচার-পরবর্তী কক্ষে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিলেও কিছুক্ষণ পর পর জেগে উঠে পরাগের খোঁজ করছেন তিনি।
অপহূত পরাগের বাবা বিমল মণ্ডলের কাছে বিষয়টি ধারণাতীত। তিনি কাউকে সন্দেহও করতে পারছেন না।
র্যা ব-১০-এর পরিচালক কামরুল হাসান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শিশুটির বাবা বলেছেন, তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। এখন পর্যন্ত কেউ মুক্তিপণ চেয়ে ফোনও করেনি। সব তথ্য নিয়ে শিশুটিকে খোঁজার চেষ্টা চলছে। তিনি বলেন, দুর্বৃত্তরা যে দুটি মোটরসাইকেলে এসেছিল, সেগুলোর নম্বরপ্লেট কালো স্কচটেপ দিয়ে ঢাকা ছিল।
গতকাল এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, দেশে আইনের শাসন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে বলেই এসব ঘটছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন।
সূত্র:-প্রথম আলো।


উন্মাদযাত্রা
একটা উন্মুল ও উন্মাদ সম্প্রদায়। পৃথিবীর ইতিহাসে এমন আর দ্বিতীয়টি নেই। নিজের শিকড় থেকে বিচ্যুত হলে যা হয় আর কী, সুতো ছেঁড়া ঘুড়ির মতো ঘুরপাক খায় আর নিন্মগামী হয়! এমন... ...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ব্রান্ডঃ ডক্টর ইউনুস....
গ্লোবাল ব্রান্ডঃ ডক্টর ইউনুস....
রাজনৈতিক নেতাদের সাথে, ক্ষমতাসীনদের সাথে তাদের কর্মী সমর্থক, অনুগতরা ছবি তুলতে, কোলাকুলি করতে, হাত মেলাতে যায় পদ-পদবী, আনুকূল্য লাভের জন্য, নিজেকে নেতার নজরে আনার জন্য। আজ... ...বাকিটুকু পড়ুন
ছবির ব্যক্তিটি কোন আমলের সুলতান ছিলেন ?
বাংলাদেশে এবার অভিনব উপায়ে ঈদ উৎসব উদযাপন করা হয়েছে। ঈদ মিছিল, ঈদ মেলা, ঈদ র্যালী সহ নানা রকম আয়োজনে ঈদ উৎসব পালন করেছে ঢাকাবাসী। যারা বিভিন্ন কারণে ঢাকা... ...বাকিটুকু পড়ুন
ঈদ মোবারক || ঈদের খুশিতে একটা গান হয়ে যাক || নতুন গান || হঠাৎ তাকে দেখেছিলাম আমার বালক-বেলায়||
ঈদ মোবারক। ঈদের দিন আপনাদের জন্য আমার একটা নতুন গান শেয়ার করলাম। অনেকগুলো নতুন গানই ইতিমধ্যে আপলোড করা হয়েছে ইউ-টিউবে। ওগুলো ব্লগে শেয়ার করতে হলে প্রতিদিনই কয়েকটা পোস্ট দিতে হবে।
তবে,... ...বাকিটুকু পড়ুন
যারা সৌদি আরবের সাথে ঈদ করেছে আল্লাহ তাদেরকে জাহান্নামে দগ্ধ করবেন
সূরাঃ ৪ নিসা, আয়াত নং ১১৫ এর অনুবাদ-
১১৫। কারো নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মু’মিনদের পথ ব্যতিত অন্যপথ অনুসরন করে, তবে সে... ...বাকিটুকু পড়ুন