'পৃথিবীতে কে কাহার' রবীন্দ্রনাথের
'পোস্টমাস্টার' ছোট গল্পের সেই বিখ্যাত হাহাকার! আসলে হাহাকারটা কি প্রতিটি মানুষের না? চিরন্তন একটি সত্য না? স্বার্থের জন্যই তো মানুষ অপরের বাঁধনে নিজেকে জড়ায়? ভুল বললাম?
অতি আপন ভেবে, অতি যতনে মনের কোটরে রেখে, দিনের পর দিন যাকে প্রতিটি প্রহর আগলে রেখেছেন, সে মানুষটাকেই হঠাৎ মনে হয়নি 'স্বার্থের অবচেতন কিছু একটা' নিয়েই যেন মানুষটা আপনার সাথে আছে? E.M Forster-এর A Passage To India-তে Mrs Moore-এর একটা সংলাপের কথা মনে পড়ছে: "Sometimes I think too much fuss is made about Marriage. Century after century of carnal embracement and we're still no nearer to understanding one another."
কী ভয়ানক অবজার্বেশন! স্বামী-স্ত্রীরা শতাব্দীর পর শতাব্দী সমস্ত কামনা-বাসনা মিটানোর পরও একে অপরকে 'চেনার' ধারেকাছেও নাকি নাই!
আসলেই কি তাই?
জীবন চলার পথে কত কেউর সাথেই তো সুন্দর কিছু সম্পর্ক রচনা হয়। সমস্ত সুখ কিংবা দুঃখ ভাগাভাগি করি আমরা। তবুও কেন এমন অজানা হাহাকার থাকে প্রতিটি মানুষের? নাকি মানুষের অমোঘ নিয়তিই হাজার মানুষের ভিড়েও নিঃসঙ্গ বয়ে চলা? 'পৃথিবীতে কে কাহার' রবীন্দ্রনাথের
'পোস্টমাস্টার' ছোট গল্পের সেই বিখ্যাত হাহাকার! আসলে হাহাকারটা কি প্রতিটি মানুষের না? চিরন্তন একটি সত্য না? স্বার্থের জন্যই তো মানুষ অপরের বাঁধনে নিজেকে জড়ায়? ভুল বললাম?
অতি আপন ভেবে, অতি যতনে মনের কোটরে রেখে, দিনের পর দিন যাকে প্রতিটি প্রহর আগলে রেখেছেন, সে মানুষটাকেই হঠাৎ মনে হয়নি 'স্বার্থের অবচেতন কিছু একটা' নিয়েই যেন মানুষটা আপনার সাথে আছে? E.M Forster-এর A Passage To India-তে Mrs Moore-এর একটা সংলাপের কথা মনে পড়ছে: "Sometimes I think too much fuss is made about Marriage. Century after century of carnal embracement and we're still no nearer to understanding one another."
কী ভয়ানক অবজার্বেশন! স্বামী-স্ত্রীরা শতাব্দীর পর শতাব্দী সমস্ত কামনা-বাসনা মিটানোর পরও একে অপরকে 'চেনার' ধারেকাছেও নাকি নাই!
আসলেই কি তাই?
জীবন চলার পথে কত কেউর সাথেই তো সুন্দর কিছু সম্পর্ক রচনা হয়। সমস্ত সুখ কিংবা দুঃখ ভাগাভাগি করি আমরা। তবুও কেন এমন অজানা হাহাকার থাকে প্রতিটি মানুষের? নাকি মানুষের অমোঘ নিয়তিই হাজার মানুষের ভিড়েও নিঃসঙ্গ বয়ে চলা?