আপনাকে সামনের দিকে যেতেই হবে। যাওয়ার জন্য দরকার হলে দৌড়াতে হবে। দৌড়াতে না পারলে প্রয়োজনে হেটে হেটে যেতে হবে। হাটতে না পারলে দরকার হলে হামাগুড়ি দিয়ে হলেও যেতে হবে। দরকার হলে খুড়িয়ে খুড়িয়ে হলেও সামনের দিকে যেতে হবে। একটা কথা মনে রাখতেই হবে। তাহলো, আপনাকে ছুটে সামনের দিকে যেতেই হবে। কথাগুলো মার্টিন লুথার কিং জুনিয়রের। আমি শুধু বাংলায় অনুবাদ করলাম। কথাগুলো আমাদের প্রত্যেকের জন্যেই প্রযোজ্য।
আপনার জীবনে কিছু মানুষ সবসময় আপনাকে 'তাদের নিজ দায়িত্বে ' মনে করিয়ে দেয়ার চেষ্টা করবে, 'না, মনা, এটা তো তোমার দ্বারা হবে না! তুমি তো এটা পারবা না! ধর, নাও, মুড়ি খাও। তোমার জন্মই হইছে মুড়ি খাওয়ার জন্য!!'
ওদের সমস্ত তুচ্ছ তাচ্ছিল্যকে মাথায় নিয়েই আপনি হায়াত গোজার করবেন?? কেন? এমন হবে কেন?
আপনি ওদের জীবন নিয়ে বেঁচে থাকছেন না। আপনি আপনার জীবন নিয়েই এই বসুধার অপার সুধা পান করছেন। ওরা ওদের নেগেটিভিটি নিয়ে মরে যাক। এতে আপনার স্বপ্নগুলো যেন এদের কারণে মরে না যায়। You are living your life, not theirs! so, don't be cowed down by the witless worm of their brain. Your heart knows what you need to do. Your brain is your ultimate friend! don't use it brainlessly! কে কী বলল, কে কী ভাবল এটা ভেবে চুপচাপ বসে হায়াত গুজার করার মাখলুক আপনাকে বানানো হয়নি। তবে কেন এমন আলসের সর্দার হয়ে জীবনাতিপাত করছেন?
আপনি বলেন ওদের "নেগেটিভ সদুপদেশ" গুলো আপনাকে সাবকন্সাশলি এফেক্ট করে। আপনাকে আপনার মত থাকতে দেয় না, হতে দেয় না! আপনার চলার পথে অদৃশ্য দেওয়াল দিয়ে রাখে!
এই যে ইহুদি জাতি সারা বিশ্ব ডমিন্যাট করছে সেটা শুধু তাদের জ্ঞানের জোরেই। আপনি বলেন আপনার কিছু নাই। আপনাকে কেউ পছন্দ করে না। আপনি দেখতে ভাল না। আপনি ড্যাশিং না। আপনি দেখতে ভাল হলে কি হত? বড়জোর একটা সুন্দরী মেয়ের সাথে কিংবা একটা সুদর্শন ছেলের সাথে রোমান্টিকতা বাড়তো? তার মন পাওয়া সহজ হত? বাদ দেন এইসব বেকডেটেড ধারণা। আপনার যে ১.৩৬ কেজির যে ব্রেন আছে, আপনার যে ৫৭৬ মেগাপিক্সেলের চোখ আছে। এইগুলো প্রপারলি কাজে লাগান। কারো চোখের তির্যক চাহনিতে নিজেকে হারাতে দিয়েন না। কারো বাঁকা হাসিতে নিজের লক্ষ্য থেকে টলতে দিয়েন না। সময় দিন... সময়টাকে কিছু সময় দিন। যা আজ হয়নি কাল সেটা তার সমস্ত মোহনীয় রূপ নিয়ে ধরা দিবে। শুধু লেগে থাকুন। আল্লাহ তা'আলার অনন্ত রহমতের উপর অসীম বিশ্বাস রাখুন। আপনি আপনার স্বপ্নকে হাতের নাগালেই পাবেন। অবশ্যই পাবেন।