If failure is the pillar of success, success is also the pillar of failure!
আলেকজান্ডার দ্যা গ্রেট ২৬ বছর বয়সেই পৃথিবী জয় করেছিলেন এবং কখনো কোন যুদ্ধে পরাজিত হন নি। কিন্তু তিনি তার বন্ধুদের হারিয়েছিলেন। নিজের স্ত্রীর শত্রুতে পরিণত হয়েছিলেন। তাছাড়া, অনেকেই বলে থাকেন, তিনি অনেক ষড়যন্ত্রের স্বীকার হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছিলেন। যদিও রেকর্ডেড হিস্ত্রিতে দেখানো হয় উনি এক সপ্তাহ জ্বরে ভোগে তারপর মারা যান।
আলেকজান্ডার তার উচ্চাবিলাষের কারণে তার কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিয়েছিলেন। টলেমি (Ptolemy) তার অন্যতম সেনাপতি, বলেছেন, "স্বপ্নদ্রষ্টারা অন্যদের নিঃশেষ করে দেয় এবং তাদেরকে মেরে ফেলা উচিত তাদের স্বপ্নের বিস্ফোরণে অন্যরা মারা যাওয়ার আগে!"
আলেকজান্ডারের সেনাপতিরা তার লাশ নিয়ে যুদ্ধ শুরু করে দেয় আর তার সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে নেয়। সেনাপতিদের একজন আলেকজান্ডারের মা অলিম্পাস (Olympus) কে হত্যা করে, তার প্রিয়তমা স্ত্রী, রোক্সান (Roxan)কে বিষ খাইয়ে মারে আর তার ১৩ বছর বয়সী সন্তানকে নিঠুরভাবে খুন করে এই মহান দিগবিজয়ীর বংশরেখা মুছে দেয়...
আলেকজান্ডার দ্যা গ্রেটের অনেক সুন্দর সব স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন জাতির সংমিশ্রণ ঘটাতে... সৃষ্টি করতে চেয়েছিলেন একটি সত্যিকার বিশ্বগ্রাম (global village) এবং চেয়েছিলেন গ্রীক এবং 'বর্বর' দের মধ্যে পার্থক্য ঘুচাতে।
বিশালত্বের নিয়তি যদি এমন হয় তবে সফলতা ব্যাপারটা কী? যা-ই করার ইচ্ছা তা-ই করতে পারলেই কি সফলতা? ৩৩ বছর হওয়ার একমাস আগেই আলেকজান্ডার মারা যান। তার বিশাল সাম্রাজ্য উইপোকার মতই তিলে তিলে উপভোগ করে তার সেনাপতিরা। তারা বেঁচেছিলেন, বেঁচেছিলেন অনেক অনেক বয়স পর্যন্ত। বিলাসিতায় কাটিয়েছিলেন তাদের বাকী সময়টুকু জীবনের! শুধু অকালে মরতে হয়েছে আলেকজান্ডারকে, তার পরিবারের সবাইকে... এমনকি তার ছোট্ট সন্তানটাকেও।
সফলতা কী? সফল ব্যক্তিরা কি আসলেই সফল?