মন খারাপ কেন হবে? মনে মনে ভাবে নীল। তাকে তো আমি রক্তে মাংসে চিনি না। তবুও কেন এমন হবে? এর মানে কী? ভার্চুয়াল পৃথিবীর এক মোহময় অজানা জালের মাধ্যমে কীভাবে জড়িয়ে গেলাম? এই মন খারাপ অনেকক্ষণ থাকবে। আমার এখন কিছু একটা করা উচিত। রবার্ট ফ্রস্ট পড়লে কেমন হয়?
“Now let the night be dark for all of me.
Let the night be too dark for me to see
Into the future.
Let what will be...''
না। কবিতা পড়লেও সব বিষন্ন কবিতাগুলোই পড়তে ইচ্ছে করবে। মনে হরহর করে সব দুঃখের কবিতার পঙক্তিগুলো ভীড় করছে। আর সব সুন্দর কবিতাগুলোই মন খারাপ করে দেয় এমন কেন!!?
Our sweetest songs are those that tell of saddest thought. কে বলেছিল? শেলি? হ্যাঁ, শেলি। উনি বললেই হল!! দেখি কোন সুন্দর মন ভালো করে দেয়ার মত কবিতা আসে কিনা। কই, আসেনা তো!!! ধ্যাঁৎ!
ঘুমাই। ঘুম হতে উঠে দেখব সব বিষন্নতা, মেলানকলি, মন খারাপ হওয়া সব চলে গেছে।
নীল ঘুমুতে গেল ঠিকই। কিন্তু তার ঘুম আসছে না। ‘শালার ঘুম। আমি শিউর আসবে না। আর ওর মুখচ্ছবি বারবার মনের পর্দায় ভাসবে কেন? আমারতো কেউ, কারো প্রতি এমন ইমোশনালি এটাচড হওয়ার কথা না। তবুও কীভাবে কীভাবে এটা হল। উফ! এ তো বিশাল যন্ত্রণা দেখি!!’
নীল ঘুমোতে পারে না। অচেনা এক মানবীর কথা কাঁটাহীন ব্যথার মত তার মনে বিঁধে আছে...