ঘটে যাওয়া সাভারের ঘটনায় আমরা সবাই দুঃখিত । তবে অন্য একটা কারণে আমি আরও বেশি ব্যথিত, তা হল মানুষের যে কোন ব্যপারে সরকারকে দোষারোপ করাটা যেন একটা নিয়ম হয়ে দাড়িয়েছে । একটি বানোয়াট খবর পড়লাম সকাল বেলা, তা হল আমেরিকা নাকি সাভার ট্র্যাজেডিতে ভারী যন্ত্রপাতি ব্যব হার করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের সরকার তা করতে দেয়নি । এরকম বানোয়াট খবর আবার কেউ কেউ বিশ্বাস ও করেছে, আর করবেই বা না কেন যে দেশে মানুষ সাঈদিকে চাদের মধ্যে খুজে পায় তারা বিশ্বাস করবেনা তো কে করবে ? তারা কি কখনও ভেবে দেখেছে যে আমেরিকার ভারী যন্ত্রপাতির আশায় যদি বাংলাদেশের সরকার বসে থাকত, তাহলে হয়তো বেচে যাওয়া মানুষগুলোকে আর বাচানো যেত না।
কিছু কিছু ব্যাপারে সত্যিই আমাদের এক হয়ে কাজ করা উচিত । সব ব্যাপারে রাজনীতিকে নিয়ে টানাটানি করা উচিত নয় ।সব ব্যপারে সরকারকে দোষ দেয়াটা উচিত নয় । তাই আমি ব্যাক্তিগত ভাবে যাদের কে অশেষ ধন্যবাদ জানাতে চাই :
সরকারের তৎপরতা
বাংলাদেশ সেনাবাহিনীর ভুমিকা
বাংলাদেশ ফায়ার সার্ভিসের ভুমিকা
বাংলাদেশ নৌবাহিনীর ভুমিকা
সাধারন জনগন ও উদ্ধারকর্মীগনের ভুমিকা
বিভিন্ন সংগঠনের ভুমিকা, যারা আহতদের জন্য বিভিন্ন অনুদান নিয়ে এসেছেন।
মিডিয়া কর্মীদের ভুমিকা ।
অন্যদিকে আজকে যাদেরকে সবচেয়ে বেশি বিচারের সম্মুখীন হওয়া দরকার ।
সোহেল রানা
বিজিএমইএ
বিকেএমইএ
রাজউক
ও রানা প্লাজার প্রকৌশলীগন ।
কেউ বাদ গেলে দয়া করে তুলে দেবেন ।
ধন্যবাদ ।