একটা কথা দিয়ে শুরু করি - “The conscious and intelligent manipulation of the organized habits and opinions of the masses is an important element in democratic society. Those who manipulate this unseen mechanism of society constitute an invisible government which is the true ruling power of our country. We are governed, our minds are molded, our tastes formed, our ideas suggested, largely by men we have never heard of.”
তার মানে কি সুখে কেউ থাকেনা? থাকে থাকে, সবাই আসলে ভালো থাকে আর ভাল থাকলেই সুখে থাকা যায় কিন্তু সুখে থেকে ভালো থাকা যায়না।
দুর্ভাগ্যবশত আমাদের সোসাইটি বিভিন্নভাবে আমাদেরকে প্রলোভন দেখায় এবং দেখাইয়া একেবারে আমাদেরকে গলায় ঘণ্টি পড়ায় দেয়,এরফলে কি হয়? যা হবার তাই হয়- উনারা যেমনে চায় আমরা তেমনেই দৌউরাই। মজা ব্যাপার হইলো আমাদের শিক্ষা ব্যবস্থাও এমন অদ্ভুত অদ্ভুত জিনিস শেখায় – যেমন অনেক কিছুই আছে যা আমরা পড়তে পড়তে মইরা যাবার অবস্থা কিন্তু বাস্তব জীবনে কোনদিন কাজে লাগেনা(মরার পরে কাজে লাগবে কিনা জানিনা) সুতরাং বড় বড় ডিগ্রি নেয়ার পরে যখন প্রফেশনাল কাজে যাই তখন ভাবি এতদিন আমি কি চুল ছিঁড়লাম!
কবি বলেছেন- Corporations manipulate our minds through a variety of different methods, but all of them are invariably rooted in the fact that they know we aren’t content and truly happy within, so they find a way to exploit that. In fact, this is the root cause of many problems we face in our society today, people are simply not happy and content with their lives. They pretend, they lie to themselves, they distract themselves, and they bullshit themselves for years and years, sometimes decades, and sometimes even an entire life time — but they know deep down they aren’t happy.
তাইলে আসলে আমাদের ভাল থাকার লাইগা কি দরকার? আমাদের ভাবার দরকার যে আমরা আসলে কেমনে খুব সাধারণভাবে ভালো থাকতে পারি এবং নিজেদেরকে নিজেরা নিয়রন্ত্রন করতে পারি যাতে উনারা যেমনে চায় তেমনেই না চলি- মানে নিজের মতামত বলতে কিছু থাকা লাগবো কোন সিধান্ত নেয়ার আগে।
কিন্তু দুঃখজনকভাবে আবারো বলতে হয় যে- the education system is a bunch of bullshit. It’s merely a prepping facility to get us ready for the proverbial Rat Race. And that’s because the main prerequisite for running the Rat Race, is being discontent and unhappy. আপনে এমন কিছু হাতে ধরায় দিতে পারেন না যেইটা মানুষের আসলেই দরকার নাই, যদিনা তারা আসলেই ভেতর থেকে ফিল করে যে তাদের সেইটা দরকার কারন - You cannot exploit a mentally strong human being. In other words, self-confidence is bad for this economy because the economy is actually built on consumerism.
আমাদের জন্মের পরে আমাদের কপালে একটা সিল মাইরা দেয় যে- তুমি ডাক্তার হইবে, ইঞ্জিনিয়ার হইবা জিপিএ ৫ পাইবা, অংকে ১০০ তে ১১০ পাইবা, পাবলিকে চান্স পাইবা, বিসিএসে টিকবা নয়ত তোমার জীবন শেষ, তুমি এই সমাজে বাইচ্চা থাকতে পারবনা।
সোজা কোথায় তুমি হইলা গিয়া একটা ইনভেস্টমেন্ট- দুনিয়াতে আনছি সুতরাং ল্যাব দিতেই হইবো যেমনে হোক।
নিজের বইল্লা কিছু থাকেনা, আপনে কোন কই পড়বেন, কই খাইবেন, কি করবেন, কেমনে লাইফ লিড করবেন,মোটা হইবেন নাকি জিরো ফিগারের হইবেন, ভুঁড়ি থাকবে না স্কিনি হইবেন, কারে বিয়া করবেন, কই বিয়া করবেন, হানিমুনে কই খেলাধুলা করবেন, চকোলেট ফ্লেভার না স্ট্রবেরি, বাচ্চা কয়টা হইবো, কোন হসপিটালে হইবো কখন হইব, কবরের লাইগা কত দামের প্লট বুকিং দিবো সব উনারা ঠিক কইরা দিবেন।
আপনে হইলেন একটা হুদাই মানুষরূপী রোবট।
কবি আবার বলেছেন-
Then, as we try to navigate our way through this insane asylum we call society, we learn that buying things is not really going to bring us happiness, at least not long term happiness. We discover that drinking alcohol, or taking pharmaceutical pills is not the answer either. And we search and search and search, but because we are drowning in a world of manipulation and skulduggery — that is literally thriving off of our ignorance and insecurity — many of us never find it. Some of us even commit suicide out of desperation to escape our internal pain.
একটা সময় আমি নিজেও হ্যাপিনেস খুজতাম এবং ভাবতাম আসলে জীবনের উদেশ্য কি? এবং অবাক হয়ে দেখলাম আমাদের সোসাইটি আসলে চায় যেন আমরা সবসময় ইগ্নোরেন্ট, দুর্বল এবং ম্যানুপুলেট থাকি যাতে খুব সহজেই আমাদেরকে কন্ট্রোল করা যায়।
আর যখনি এটা আমরা বুঝতে পারবো সঠিকভাবে তখনি শুধুমাত্র আমরা আমাদের নিজেরদেকে ভালো রাখতে পারবো নয়ত কখনও ভালো থাকা সম্ভব নয়, বুঝতে না পারলে সুখ নামের ফাঁদে পরে জীবন শেষ করতে হবে।
সুতরাং আমার কাছে মনেহয়- happiness is found through the development of self, not in chasing material things. Stress, heart ache, and difficult circumstances are a part of life and the only thing that will keep you happy and able to overcome those things is a strong mind, which can only be built through lifestyle changes.
সুতরাং কিভাবে থাকবেন সেইটা আপনার ব্যাপার।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮