আপনি অনেক বই পড়লেই যে জ্ঞানী হয়া যাবেন তা কিন্তু না, বেশি পড়তে পড়তে কিন্তু অনেকেরই অনেক কিছুই পইড়া যায়।
তবে বই বই পড়লে যেইডা হইবো তা হইলো আপনারে চিন্তা করার লাইগা অনেক ফুয়েল দিবো মাথায় যেইডা নরমালি অন্য কোথাও পাওয়া যায়না, ধরেন আপনার মধ্যে অনেক অনেক গুন ভাগ যোগ বিয়োগ ক্যালকুলাস সব আছে কিন্তু আপনে সেইডা জানেন না এবং কেউ আপ্নারেও কুনুদিন কইয়াও দেয়নাই আর উল্টা কইছে আপনারে দিয়া কিছুই হইবোনা, এইখানে হইলো খেলাডা- আপনে যদি বই পড়েন তাইলে আপনার ভিতরে লুকায়া থাকা সেইসব জিনিস আস্তে আস্তে বাইর হয়া আইবো ( অন্য জিনিস ভাইবেন না কিন্তু)।
আস্তে আস্তে আপনে দেখবেন আপনার মধ্যে অনেক কিছু বদলায় যাইতাছে মানে চিন্তাভাবনা, শারীরিক না কিন্তু।
আর মজার ব্যাপার হইলো এর পরে দেখবেন আপনার সামনে অনেক কিছুই সহজ লাগতাছে যা আগে বিরক্ত বা ভয় লাগতো, প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখতে থাকবেন এবং শিখবেন (আমিও প্রতিনিয়ত শেখার চেষ্টা করি কারন কিছুই পারিনা আমি, ভ্যাদাইম্মা পুরাই)
তবে আবার বই পইড়া বাসার ভিত্রে বইয়া থাকলে কিন্তু কামের কাম কিছুই হইবোনা, আপনারে ঘরের বাইরে যাইতে হইবো এবং সমস্যার গুলার সাথে বয়া চা বিড়ি ( যারা খান তাদের লাইগা) খাবেন গল্প করবেন তারপর দেখবেন সমস্যা চুপচাপ ভাইগা গেছে চোরের মত, কিন্তু যদি এইডা না করেন তাইলে দেখা যাইবো আপনে একলাই বয়া থাকবেন আর সব সমস্যাগুলা আপনার রুমের বিছানা দখল কইরা নিবো আর আপনে তহন ঘরের ভিত্রে থাইকা ঘর খুঁজবেন।
মজার কথা হইতাছে আপনে একদিন মইরা যাইবেন সেটা আপনি চাইলেও মরবেন না চাইলেও মরবেন কিন্তু তহন দেখার বিষয় হইলো আপনে সারাজীবন কি করছেন?
লুজার হয়া বাঁশ খাইতে খাইতে খাইতে সময় খায়া দিছেন না বাঁশ খাইছেন দিছেন বেচাবেচি তারপর বাগান করছেন সুতরাং- You can either spend this limited lifetime by giving a f*ck about everything or by enjoying it. খুব ভাইবা কিন্তু।
আরেকটা কথা- আপনে যদি কোনকিছু ভালোবাসা শুরু করেন সেইটা হইতে পারে অফিসে কাজ, বাসার কাজ, ক্লাস, কিংবা আপনে সেইটা ভালোবাসেন করতে, (প্রেম ভালোবাসা কিংবা থাক অইসব না বলি) করবেন একেবারে মন থাইকা ভালোবাইসা তাইলে দেখবেন আপনে ভালো আছেন এবং আপনার আশেপাশের যারা আছে তারাও ভালো আছে কিন্তু ভুলেও যা করতেছেন সেইটার বিপরীতে আপনে কি পাইবেন এইডা ভাইবেন না, ভাবছেন তো আপনে শেষ, জীবনেও ভালো থাকতে পারবেন না কারন Being in love with results will only bring you sorrows.
আর আপনে খালি নিজে নিজে সব জাইন্না বয়া আছেন কিন্তু আপনার বন্ধুরা বোকারাম হয়া আছে তাইলে কিন্তু কোন লাভ নাই কারন আপনে যা জানলেন শিখলেন তা শেয়ার করেন, সেইটা দিয়া যদি আরেকজন যদি ভালো কিছু করে তাইলে কিন্তু সে যতটা না ভালো থাকবো তার চাইতে আপনে কিন্তু বেশি ভালা থাকবেন, আরে ভাই যা জানেন তা শেয়ার করতে সমস্যা কি ? জীবন্ডা কি ক্লাস পাইছেন যে বন্ধু বেশি সিজিপিএ পাইলে প্রেমিকা ভাইগা যাইবো? জীবন্ডা অনেক সুন্দর সুন্দর ভাই সুতরাং পারলে শেয়ার করেন না পারলে শিখেন (যেমন আমি পারিনা তাই শিখি) কবি বলেছেন- Forget who you are. You will keep growing only when you do not give a f*ck about who you are. Otherwise there are no chances of growth. কোন কবি বলছেন এইটা বললে কবি রাগ করবেন।
জীবনে সবার সমস্যা আছে রে ভাই সুতরাং এইটা নিয়া এত ভাবার কিছু নাই- যে আপনার কোষ্ঠকাঠিন্য ওষুধ দেয় সে নিজেও কমোডে বইয়া সেইম ওষুধ খায় তাই বলি কি - Take responsibility for your problems Crying and complaining about your problems will only make you a crybaby. Get up and find the ways of solving those problems.
সুতরাং ভালো থাকতে চাইলে সবাইরে নিয়াই কিন্তু ভালো থাকতে হইবো কারন আপনে চাইলেও একা ভালো থাকতে পারবেন না।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৭