আছে সে নয়ন তারায়,
আলোক ধারায় তাই না হারায়।
ওগো তাই দেখি তাই যেথায় সেথায় বাতায়নে।
ওদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে।
আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা।।
শোনা হলনা হলনা,
আজ ফিরে এসে নিজের দেশে এই যে শুনি,
শুনি তাহার বাণী আপন গানে।
কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দ্বারে দ্বারে।।
দেখা মেলেনা মেলেনা।
তোরা আয়রে ধেয়ে দ্যাখরে চেয়ে।।
আমার বুকে,
ওরে দ্যাখরে আমার দুই নয়নে।
প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে।
ইউটিউব লিঙ্ক এখানে
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪