প্রথমেই বিজ্ঞাপন বিরতি। এরপরই চলে যাবো মূল পোস্টে...
প্রথমেই পবিত্র ঈদের শুভেচ্ছা নিবেন। আসলে সমগ্র বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে। এরমধ্যে প্রিয় মাতৃভূমি ও দেশের মানুষ অনেক কষ্টে আছে লকডাউন ও করোনা সমস্যার কারণে। আজকের এই পবিত্র ঈদের দিনে সকল মানুষের জন্য মহান রবের দরবারে কল্যাণ কামনা করছি। আল্লাহ তায়ালা আমাদের মাফ করে দিয়ে এই বৈশ্বিক মহামারী থেকে হেফাজত করুণ। আমিন।
সামুতে পথ চলার এক সংসদীয় বছর অর্থাৎ পাঁচটি বছর পূর্ণ হলো। যদিও বাংলাদেশের মানুষ এখন আর সংসদ নির্বাচন ও রাজনৈতিক অনেক কিছুই ভুলতে বসেছে। যাহোক সেটা আমার আলোচ্য বিষয় নয়। ব্লগে প্রথম লেখা শুরু করি অনেকটা অপরিকল্পিত ভাবে। তখন জানতাম না অনেক কিছুই। এখনো অনেক কিছুই জানা হয়ে ওঠেনি। তবু্ও মনে যা চাই তাই লিখি এলোমেলো ভাবে। সবগুলোই এলোমেলো পোস্ট। এর মাঝে কোরআন হাদিস থেকে প্রথমে তেমন কিছু লেখা হয়নি। একজন বিখ্যাত ব্যক্তির একটা লেখা পড়েছিলাম, "যেখানে ধর্ম নিয়ে কোন কথা থাকেনা, সেই লেখা অসম্পূর্ণ " তাই ব্লগ বাড়িতে কিছু কোরআন হাদিস থেকে কথা রেখেছি।
এছাড়াও বুকরিভিউ (যদিও বুক রিভিউ ভালো পারিনা),ছবি ব্লগ, কবিতা, গল্পো ইত্যাদি লেখার চেষ্টা করেছি। সত্য বলতেকি ব্লগে শুধু সময়ই নষ্ট হয়েছে। গবেষণাধর্মী, তথ্য নির্ভর তেমন পোষ্ট কমই লেখা হয়েছে। এর পিছনে কিছু সীমাবদ্ধতাও ছিলো। সর্বপরি, কবিতায় আমার লেখার প্রধান উদ্দেশ্য, বাকি যা কিছু আছে তা পরিকল্পনার বাহিরে। তবে কবিতা নিয়েও বড় কিছু করতে পারিনি। সবমিলিয়ে এলেমেলো ভাবেই চলছে ব্লগ জীবন...
যাহোক এর মাঝেও অনেক জ্ঞানী মানুষের সাক্ষাৎ পেয়েছি। এটাই বড় পাওয়া। সকলের জন্য শুভকামনা রইল...
সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
অতীত স্মৃতিঃ
প্রথম বর্ষপূর্তি, ২য় বর্ষপূর্তি
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৯