কালের কন্ঠের রিপোর্টে বলা হচ্ছে, আবরারের পুরু পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত!
কিন্তু জালেম হত্যাকারীরা বলছে আবরার শিবির করতো!
আচ্ছা বুঝলাম তিনি শিবির করতো, শিবির করলেই কি কাউকে হত্যা করতে হবে? এই পার্মিশন আপনাদের কে দিয়েছে...???
আচ্ছা, শিবির ছাড়া কেউ কি দেশ বিরূধী চুক্তির বিরূধীতা করতে পারবে না? তাহলে কি আওয়ামী লীগে একজনও দেশ প্রেমিক নেই...???
আমার মনে হচ্ছে, ভারতের উলঙ্গ আগ্রাসন বিরূধী আন্দোলনের তিনি ই প্রথম শহীদ ।
দেশের মানুষ সবাই জানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেকে নিয়ে অনেকটা রাজনৈতিক চাপে ফেলে ভারত অনৈতিক চুক্তি করেছে, তাই দেশে যেন কেউ চুক্তি বিরূদ্ধে কোন কথা বলতে না পারে, ভারত সেই ব্যবস্থা নেবে । এবং এরই ধারাবাহিকতায় এই নিরিহ ও মেধাবী ছাত্রটিকে হত্যা করা হয়েছে।
আবরার ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দিও।