বাংলাদেশ ও তুলোনামুলক প্রতিবেশি দেশ
প্রতি বছরের মতো এবারও চলছে বিপিএল । ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। অনেক কোম্পানি স্পন্সর করছে। ক্রিকেট ভালোলাগে। ভালোলাগে বন্ধুদের সাথে মজা করতে, আড্ডা দিতে।
আমরা কি একবারো চিন্তা করছি আমরা কি অবস্থায় আছি???
আমরা অনেক সংকিত। আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় শহর ঢাকা আজ দূষণে সর্বোচ্চ ক্ষতির দিক থেকে তিন নাম্বারে। দিল্লির পরপরই আছি আমরা।
ঢাকাকে অনেক ভালো করাহবে। স্বপ্ন দেখানো হলো। ২ভাগ করা হলো ঢাকা সিটিকে। কি লাভ হলো? কিন্তু একটু প্লান করলেই ঢাকাকে সুন্দর করা সম্ভব। কিন্তু অামরা পারলামনা।
অামাদের সহস্রাধিক মিডিয়া এসব দেখেনা। কেনো দেখবে? অামরা যারা মিডিয়াতে জব করি অামাদের রুটি রুজির জন্য জব করি। সব কিছু দেখে অামাদের লাভ কি? মাস শেষে টাকা পেলেই হলো।
বিপিএল হচ্ছে। ক্রিকেট বিশ্বকাপ অায়োজন করলাম। কিন্তু কি আজব ব্যাপার যে শহরে খেলা হচ্ছে সেই শহরকে একটু বাস যোগ্য করতে, শহরকে সুন্দর করে কেও উদ্যোগ নিচ্ছেনা। সবাই পচা দুর্গন্ধ টয়লেটের ড্রেনের মধ্যে হাটছে কিন্তু শহরকে নিয়ে কেও ভাবছেনা। এর ফলে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে??? আমরাই তো হচ্ছি। কিন্তু কেওকি ভাবছি এটা নিয়ে? ভাবলেও তা অালোচনা ও বক্তব্যের মঞ্চেই শেষ। এর দায়ভার অামাদের শিক্ষিত সমাজ ও রাজনীতিবীদ কেউই এড়িয়ে যেতে পারবেনা।
অামরা যদি সমস্যা সমাধান না করি। যতোই পাজেরোতে ঘুরি কোটি কোটি টাকার পাহাড় গড়ি কোন লাভ হবেনা। কারণ এই দূষণ অাপনার অামার ভবিষ্যৎ বংসধর এই ক্ষতিকর প্রভাবের হাত থেকে ছাড় পাবেনা।
অামাদের মতো একটা ফকির দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা সুইচ ব্যাংকে পঁচে যাচ্ছে। এতো টাকা ঐসব চোর ডাকাতরা কি করবে। অামরা যারা মাস্তানি, দূর্নীতি, ঘুষ, সুদ, অপরকে ফাকি দিচ্ছি, দেশও জনগণের কাজে ফাকিদিয়ে টাকার পাহাড় গড়ছি। এর ফলাফলটা কি? অাপনি যদি একটা সুন্দর কাঠের ফার্নিচার ক্রয় করি। তা যদি ঘুনে ধরা হয়, তবে তার ফলাফল ও অামাদের দেশের উচ্চোবিত্তোদের ফলাফল একই হবে।
অাসুন অামরা সচেতন হয়।
মানবতা ও সুন্দর অাগামীর জন্য বিনিয়োগ করি।
দেশকে ভালোবাসি দেশের জন্য ভালো কিছু করি।
দেশের মানুষকে ভালোবাসি।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৪