ডিপার্টমেন্ট থেকে ঘুরে এলাম। অনেক দিনপর হলো অামাদের সফর।
ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র থেকে ৪/৫ কিলোমিটারের মধ্যেই কবি জসীম উদদীনের বাড়ী।
ভালোই লাগলো পল্লীকবি জসীম উদ্দীনের (উদ্ দীন, অর্থ্যাৎ কবির নামের বানানে দ্ দ অালাদাভাবে লেখা দেখলাম, যেটা সাধারণত ভুল হয়ে যায়) বাস ভবন। স্মৃতিময় কবিরভবন।
প্রবেশ পথের দেওয়াল থেকে।
কবির নিজ হাতে লাগানো গাছ। কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে অাছে অাজও।
কবি জসীম উদদীনের সমাধী।
বাড়ীর সব জায়গাই ছবি, কবিতা, গান, পেইন্টিং দিয়ে সাজানো।
পুরা ডিপার্টমেন্টের ভিতর অামাদের ব্যাচ একটু ব্যতিক্রম। সবাই খুব বন্ধুত্বসুলভ। অামাদের ব্যাচের নেতৃত্ত্বে যতো সফর হয়েছে অন্যকোন ব্যাচ তা পারেনি। বন্ধুদের খুব মিস করছি। সকল বন্ধুর জন্য শুভ কামনা।
সস অাসছেন উগান্ডা থেকে। কবির ছেলে উনার বন্ধু। উদ্দেশ্য বাংলাদেশ ঘুরে দেখা।
শ্রদ্ধেয় ডিপার্টমেন্ট প্রধান। খুব ভালোলাগে উনাকে।
কবির পারিবারিক কবর স্থান। বাড়ীতে ঢুকতেই পথের ধারে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪০