একটু সুযোগ হলো তাই একটু বেরিয়ে পড়া।
যে ছেলেটির অাজ স্কুলে থাকার কথা, অাজ সে পথে পথে ফোরি করে বেড়াচ্ছে।
শিশু ও তরুনরা অাজ দেশের সর্বত্রই ক্রিকেট নিয়ে ব্যস্ত। তাই টাকা দিয়ে টিকেট কেটে বোটানিক্যাল গার্ডেনে খেলাাই মেতেছে।
কাটাতারের ওপারের জনগণের সাথে দেখা। এসে ছিলো সিমান্তো ফসল মাড়াই করতে। করে নিলাম একটু মোবাইল বন্ধি
সারাদিন পথে পথে। শরিরটা একটু ক্লান্ত। গ্যালারীতে। BPL 2016 অাসলে উনাকে সারা দিন ঘুরা শেষে রাত জেগে খেলা দেখতে নিয়ে এসে কষ্ট দিয়ে ফেলেছিলাম।
নগর জীবনে অাজ বড় ক্লান্ত।প্রকৃতির মাঝে তাই ফিরে অাসা ।
বৃদ্ধ তবুও অাছে তারুণ্যর ছোয়া।বিপিএল-এর মাঠ একজন মুক্তিযোদ্ধার হাসিমাখা মুখ।
শুধু খেলা ধুলাই বিনিয়োগ করলেই চলবেনা। দেশকে এগিয়ে নিতে হলে এই সব শিশুদের ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বেড়ানোর পথে।
শীতের সময় তাই খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত এক গাছি(যে গাছ কাটে ও রস,গুড় প্রস্তুত করে)।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৫