শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষা। জনাব নুরুল ইসলাম নাহিদের নিকট অামার প্রশ্ন -এই পরিক্ষা ও সনদ দ্বারা জাতির জন্য অাপনি কি কল্যান প্রত্যাশা করছেন??? দেখুন একটি বিষয় ভুলে গেলে অনেক বড় ক্ষতি হবে, কমলমতি শিশুদের পরিক্ষার নামে নকল শেখালে জাতি কখনোই ভালো কিছু লাভ করতে পারবে না। ফাউন্ডেশনে সমস্যা থাকলে উপরে যতোই ভালো কিছু দেন না কেন, তাতে কোন লাভ হবে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মঙ্গলের লক্ষে ছাত্রদের হাতে নকল তুলে দিচ্ছেন।।যেন সবাই পাশ করে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে। যার ফলে শিক্ষার্থীদের একটা ধারনা জন্মাচ্ছে যে, লেখা পড়া এমনই। শিক্ষকসম্প্রদায়দেখছেন যা হোক, যে কোন ভাবে ওদের পরিক্ষায় পাশ করাইয়ে দিবো। এতে শিক্ষক এবং ছাত্র উভয়ই ফাকি দেওয়া শিখলো। অপর দিকে শিক্ষার কোন গুন গত উন্নয়ন না করে, অামাদের মন্ত্রী মশায় অাত্মতৃপ্তির ঢেঁকুর তুলে বক্তব্য দিবেন অামাদের ছেলেরা এই করেছে সেই করেছে। অাবার ভার্সিটি ভর্তি পরিক্ষায় দেখা যায় কেও পাশ করছে না অাপনি একবারও কি শিক্ষার গুনগত মান নিয়ে চিন্তা করেছেন? দেখুন, যা শেখাবেন ওরাতো বড় হয়ে তাই করবে। তাই নয় কি? তাহলে এই শিক্ষা সমাপনি দ্বারা জাতীর শ্রেষ্ঠ সন্তান মানুষ তৈরীর কারিগর, অামাদের শিক্ষক মন্ডলি ছোট্ট ছাত্রের হাতে নকল উঠায়ে দিচ্ছেন। এতে তারা কি শিখছেন। তাহলে এরা বড় হয়ে কি করবে???
তাহলে অামরা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হবো না তো অন্যরা হবে!
অামাদের শিক্ষা ব্যবস্থার ভুলের কারনে অামাদের এতো সমস্যা।
যখন যেটা মাথাই অাসবে সেটাই অাইন করে এটা করো সেটা করো। যথাযথ গবেষণা ও পরিক্ষা নিরিক্ষা ছাড়াই একটি নিয়ম চালু করা হচ্ছে।
জাতি গঠনে শিক্ষার ভুমিকা অনিস্বিকার্য। তবে তা অবশ্যই প্রযুক্তি নির্ভর, নৈতিকতা ও অামাদের সাংস্কৃতির মসন্বয়ে হতে হবে। শুধু সনদের জন্য নয়,বরং দক্ষ ও অাদর্শ মানুষ তৈরীর উদ্দেশ্যে অামাদের শিক্ষাা ব্যবস্থা পরিচালিত হওয়া একান্ত কর্তব্য।
দেখুন শিক্ষা শুধু সনদ লাভের জন্য নয়, বরং অাদর্শ ও দক্ষ মানুষ তৈরীর জন্য।এবং এটাই হওয়া উচিৎ। যদি এমন হয় তবে দেশ ও জাতি উপকৃত হবে। নয়তো জাতীর জন্য শিক্ষিত বোঝা তৈরী হবে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯