আবার আসবো আমি ফিরে-
হতভাগ্য নিপীড়িত এই বাংলা মায়ের বুকে
মানুষ হয়ে নয়, হয়তো কাঠের কার্গো হয়ে।
আমার বাবা-মায়ের কবরের পাশে
মাত্র সাড়ে তিনহাত মাটির জন্য,
যে মাটির জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি।
আবার আসবো আমি ফিরে-
এই কুৎসিত চেতনাবাদীদের দেশে
যেখানে ব্যক্তিস্বার্থের জন্য দেশ বিনামূল্যে বিক্রি হয়
ধর্ষিত হয় মানুষরূপী জানোয়ারদের হাতে,
সভ্রম হারায় দেশ মানুষ মাটি।
হিংস্র পরদেশি শকুন বারবার ঝাপিয়ে পড়ে
ছিন্নভিন্ন করে ফেলে মরে যাওয়া দেহটাও!
দিন দুপুরে উন্মাদনায় হায়েনার দল নেচে উঠে
শুধুই লুটপাট আর বেচাকেনায়।
আবার আসবো আমি ফিরে সেই দেশে-
যাকে স্বাধীন করে এনেছি হায়েনাদের হাত থেকে।
অথচ আজ সেখানে কিছু আস্তাকূড়ের বেজন্মারা
আমাকে দরখাস্ত লেখা শেখায়!
নিজের জন্মভূমিতে ফেরার নিয়ম শেখায়,
পদদলিত গনতন্ত্রের দেশে
আইনের ফাঁকফোকর দেখায়।
চলে যাওয়া মানে বিচ্ছেদ নয়
আমি বেঁচে থাকবো বাংলামায়ের স্মৃতিকথায়
আমার ইতিহাস লেখা থাকবে
স্বাধীনতার বিজয়ের পতাকায়।
মুক্তিযোদ্ধা এই পরিচয় আর চাইনা আমি
এই দেশের জন্য যুদ্ধ করেছি এটাও বিস্মৃত
ভুল ছিল দেশের মানুষের জন্য রাজনীতি করা
আজ জীবনের শেষ সন্ধিক্ষনে-
প্রিয় পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবার আগে
আমি কোন অভিযোগ কিংবা অনুযোগ
কিছুই রেখে যাচ্ছি না।
আমার কবরে তোমরা তোপধবনি করো না
এই পরিচয়হীন লাশ জাতীয় পতাকা দিয়েই ঢেকে দিও না,
নিরবে একদম নিভৃতে নির্জনে আমাকে চলে যেত দাও।
ক্ষয়িষ্ণু এই সমাজের চরম অবক্ষয়ের চিত্র আমি দেখেছি
দেশপ্রেম আজ অনৈতিকতার নোংরা বেড়াজালে বন্দি।
তবে, শেষবারের মতো চলে যাবার আগে
একটা কথা বলে যেতে চাই-
হে স্বাধীনতার নামের কলংকিত ব্যবসায়ী ধব্জাধারীরা
নিজের বিবেকের বদ্ধ দরজা খুলে কখনও কি
উপলব্ধি করছো, তোমার দাম কত হে বাহে?
পূর্ব কথাঃ
সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মি: খোকা এবং তার স্ত্রীর পাসপোর্টের মেয়াদ শেষ হলে গত ২০১৭ সালে তা নবায়নের জন্য নিউইয়র্কে বাংলাদেশ মিশনে আবেদন করা হয়েছিল। কিন্তু দুই বছরে বাংলাদেশ সরকার তাদের পার্সপোর্ট দেয়নি। এনিয়ে সাদেক হোসেন খোকা জীবনের শেষদিকে পরিবারের সদস্যদের কাছে আক্ষেপও করেছিলেন বলে তার পরিবারের একজন সদস্য বলেছেনঃ "ওনার অন্তিম ইচ্ছা এবং উনি এটা বলেও গেছেন যে, ওনার বাবা-মায়ের কবরের পাশে ঢাকার জুরাইন কবরস্থানে যেন তাকে দাফন করা করা হয়। সেই ব্যবস্থাই পরিবার থেকে করা হচ্ছে।"
কৃতজ্ঞতাঃ শ্রদ্ধেয় মা.হাসান ভাই।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, নভেম্বর ২০১৯
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৭