মিষ্টি মিষ্টি হাসি দিয়ে তুমি পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাব ঐ আকাশের নীলে,
তোমার জন্য আমার বুকে অনেক অনেক আশা
সারাজীবন ধরে শুধুই চাই তোমার ভালোবাসা।
সোনালী ডানার চিল হয়ে উড়ব তোমার হৃদয়ের আকাশে
শিউলী ভেজা শিশির হয়ে ভাসব তোমার হৃদয়ের বাতাসে,
প্রিয়তমা আমি তোমার কাছে বার বার ফিরে আসবো
তোমাকেই আমি বার বার বহু রূপে ভালোবাসবো।
ভাষাহীন নির্বাক চোখে অভিমানে পুড়ে আর কতদিন একা একা
প্রেমের খরার আবেগের স্রোতে আর কতদিন একা ভেসে থাকা,
তোমার মাঝেই দেখেছি আমার নিষ্পাপ প্রণয়ের অন্তঃপ্রান
তোমার দিকে অবিরত ছুটে যায় আমার হৃদয়ের খেয়াপান।
তোমাকে নিয়েই লিখে যাব প্রণয়ের কবিতা চতুর্দশপদী
তোমার স্নিগ্ধ হৃদয়ে হব ভালোবাসার বরফগলা নদী,
প্রিয়তমা তোমায় ভালোবেসে আমি আসব ফিরে ফিরে
তোমার হৃদয়ে হব সন্ধ্যা তারা জ্বলব মিটিমিটি করে।
মনটা আমার দিলাম তোমায় যতন করে রেখ
বুকের মাঝে ভালোবেসে আমার প্রেমের ছবি এঁকো,
অনাগত স্বপ্নগুলি আর সাঁজিয়ে দিলাম আশা
ফিরিয়ে কি দেবে তুমি তাও আমার ভালোবাসা?
উৎর্সগঃ প্রিয় ব্লগার রহমান লতিফ ভাইকে। ছোট্ট করে এই কবিতাটা দেয়া ছিল নাবিলা কাহিনী – পরিণয় গল্পে Click This Link উনি এটাকে পছন্দ করে একটা খুব সুন্দর মন্তব্য করেছিলেন। উনার জন্যই এই কবিতাটা সম্পূর্ণ করে লেখা হলো।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারি, ২০১৯
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৬