১.
ভালোবাসা তো কোন শেখানো ছড়া নয়
ইচ্ছে হলেই তুমি শিখে নেবে,
নয় কোন দেয়ালে ঝুলান হ্যাংগার
অব্যবহৃত জামার মতো আমার প্রেম কে ঝুলিয়ে রাখবে।
২.
জোর করে ভালোবাসা হয়না
বলেছি কখনো রুটিন মেনে দেখা কর,
এক সমুদ্র তোমার ভালোবাসা থেকে
এক বিন্দু জলের মতো প্রেম আমাকে করুনা কর।
৩.
ভালোবাসার কসম দিয়ে বলেছিলে বদলে যাবে এই পৃথিবী,
অপরিবর্তনীয় তোমার ভালোবাসা,
আজ কোথায় আছ তুমি প্রিয়তমা, জীবন সখা?
পৃথিবী আগের মতনই আছে,
শুধু পথে ঘাটে আমি খুঁজে ফিরি বেঁচে থাকার আশা!
৪.
ভালোবাসার ছড়িয়ে ছিটিয়ে থাকা শিহরণ থেকে
এক মুঠো আবেগ ফিরিয়ে দাও,
অতৃপ্ত প্রেমের নির্যাস থেকে
রংধনুর সাত রঙে আমার মন কে রাঙিয়ে দাও।
৫.
ব্যস্ততা হারিয়ে যায় অবসরে,
দিন কেটে যায় অবহেলায়,
রাত ফুরিয়ে যায় নির্ঘুমতায়,
চুপি চুপি ভালোবাসা খুঁজে বেড়াই,
প্রেমিকার সিঁথির মাঝে আমি চতুর্দশপদী কবিতায়।
৬.
ভুল, এই জীবনে সবই ভুল!
আমার নিঃস্বার্থ ভালবাসা আর তোমার বহুমুখী প্রেম,
সব নদী মোহনায় সাগরের সাথে মিললেও,
তোমার চাওয়া আর আমার পূজার ফুল এক নয়!
৭.
আমি যেন কোকিলের মতো এক ছন্নছাড়া পাখি
যার নিজের কোন বাসা নেই,
আমি যেন রাতের নিকষ কালো আকাশ
যেখানে পূর্ণিমার চাঁদ নেই,
আমি যেন অপূর্ণ মানুষের বিমূর্ত প্রতীক
যেখানে ভালোবাসার কোন জোয়ার নেই।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, অক্টোবর ২০১৮
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৯