রাইফার বাবা (সাংবাদিক) টের পেলেন নিজের সন্তান হারানোর পর। আপনি আমিও টের পাবেন (জান, মাল, সম্মান সব) হারানোর পর। তাই বলছি সময় এসেছি আসুন রুখে দাড়াই। সময় এসেছে সব বদলে দেবার.....
১) সিএনজি মিটারে যাবেনা, সরকার ব্যবস্থা নিল। ফলাফল ধর্মঘট।
২) রাস্তায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, দোষীদের শাস্তি দিলে পরিবহণ ধর্মঘট।
৩) মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধে সয়লাব ফার্মেসী দোকান, ব্যবস্থা নিতে গিয়ে নাজেহাল ম্যাজিস্ট্রেট। কেন সাজা দিল, ফলাফল ধর্মঘট। দোকান বন্ধ।
৪) ভুল চিকিৎসায় রোগী মেরে ফেলছে, জবাবদিহিতা চাইতেই ক্লিনিক ধর্মঘট।
৫) গুলিস্তানে হকারদের অত্যাচারে পথ বন্ধ, ব্যবস্থা নিতে গেলে সুশীলদের সমালোচনা।
৬) যত্রতত্র রিক্সার আধিক্য, চলাচলে চরম বিঘ্নতা, অসাধু সিন্ডিকেটে চলে লাখ লাখ রিক্সা।
৭) পাসপোর্ট আপনার নাগরিক অধিকার। অথচ তা করতে গেলে মনে হবে এই দেশে জন্ম গ্রহন করে ভুল করেছেন।
৮) টাকা ছাড়া যে BRTA তে কাজ করতে পেরেছেন সে অস্কার পাওয়ার যোগ্য।
৯) আপনি বিদেশে থেকে ফিরছেন, বিমান বন্দরে আপনার লাগেজ হাওয়া। যদিও ফেরত পান তাহলে দেখবেন আপনার লাগেজ কেটে সদর দরজা বানিয়ে দিয়েছে।
১০) সামনে রমজান মাস, সুতরাং ৪ দফা দাম বাড়িয়ে সারা বছরের লাভ এই সময়ই করতে হবে।
১১) বুড়িগঙ্গা দুষিত হলে আমার কি! আমি তো থাকি গুলশানে। আমার কারখানায় ঠিক মত লাভ হলেই হল।
১২) বিদেশে চিংড়ি বাজার হারিয়েছে বিষাক্ত জেলি পুশ করার কারনে। এই সব চিংড়ি এখন মানুষ খেয়ে কিডনি সহ নানা জটিল রোগে ভুগছে। কে শুনবে কার কথা?
১৩) কীটনাশক প্রয়োগে সবজি খেয়ে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত আমরা।
১৪) ব্রয়লার মুরগী কে খাওয়ানো হচ্ছে ট্যানারির থেকে প্রাপ্ত উচ্ছিষ্ট ক্রোমিয়ামযুক্ত খাবার যা সহজেই আপনার শরীরে ক্যান্সার বানিয়ে ফেলবে। কারো মাথাব্যথা নেই।
১৫) ট্রেনের টিকেট ৩দিন আগে থেকে নাই। বাড়তি টাকায় মেলে টিকেট ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও।
আজ আমরা ভাবছি আমার তো কিছু হয়নি, আমি শুধু বিক্রি করছি, নিজেতো খাচ্ছিনা। অথচ সে অন্যের দ্বারা নীরবে আক্রান্ত হচ্ছে। এভাবে আমরা একে অপরকে নীরবে হত্যা করছি। যেদিন নিজের বুক খালি না হবে তার আগ পর্যন্ত হয়ত আমাদের বোধোদয় হবেনা। আর যেদিন বোধোদয় হবে তখন আর ফিরে আসার পথ থাকবেনা।
যারা দেশকে ভালবাসেন তাদের বলছি আসুন দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াই।
এখন যদি না হয় তবে কখন ?
আমরা কি সবাই নিরোর মতো বাশীওয়ালা হবো ?????
[ফেসবুক বন্ধু এম এ ইউ তুহিন লেখা থেকে & তারই অনুরোধে জনস্বার্থে আবার দেয়া হলো.............। ]
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুলাই, ২০১৮
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৬